কুড়িগ্রামের উলিপুরে অধ্যক্ষের বিরুদ্ধে নিয়মবহির্ভূতভাবে উপবৃত্তির ফরম বিতরণে অর্থ আদায়ের অভিযোগ উঠছে। প্রত্যেক শিক্ষার্থীর কাছে ফরম বিতরণে ২০০ টাকা করে আদায় করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। এভাবে উলিপুর আদর্শ মহাবিদ্যালয়ে উপবৃত্তির ফরম বিতরণ বাবদ অর্ধলাখ টাকা আদায়ের অভিযোগ উঠেছে।
কলেজ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় একাদশ শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির ফরম বিতরণ কার্যক্রম সম্প্রতি শুরু হয়েছে, যা শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করতে হবে। এরই ধারাবাহিকতায় উলিপুর আদর্শ মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ১৭৫ জন, বিজ্ঞান বিভাগের ৪৭ ও বাণিজ্য বিভাগের ৪৬ জন শিক্ষার্থীর মাঝে ২৬৬টি উপবৃত্তির ফরম বিতরণ করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানান, উপবৃত্তির ফরম নেওয়ার সময় আমাদের কাছে ২০০ টাকা করে আদায় করা হয়েছে। অধ্যক্ষ স্যার নিজেই এই টাকা নিয়ে তার পর ফরম দিয়েছেন। সবার কাছেই টাকা নেওয়া হয়েছে। অন্যান্য কলেজে বিনামূল্যে উপবৃত্তির ফরম বিতরণ করা হলেও আমাদের কলেজে সে নিয়ম মানা হয়নি। উপবৃত্তি পাওয়ার আশায় বাধ্য হয়েই ফরম নেওয়ার সময় ২০০ টাকা করে সবাই দিয়েছেন। আমরা টাকা দিলেও আমাদের কোনো রসিদ দেওয়া হয়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, উলিপুর আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সাইফুল ইসলাম উপবৃত্তির ফরম বিতরণ বাবদ ২৬৬ জন শিক্ষার্থীর কাছে ২০০ টাকা করে ৫৩ হাজার ২০০ টাকা আদায় করেছেন এবং অর্থ আদায়ের কোনো রসিদ প্রদান করেননি তিনি। নিয়মবহির্ভূত ভাবে এ টাকা আদায় করায় শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
উলিপুর আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সাইফুল ইসলাম টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, ফরম বিতরণ বাবদ টাকা নেওয়া হয়নি। তিনি দাবি করেন, একাদশ শ্রেণির সেশন ফি বাবদ এক থেকে ২০০ টাকা নেওয়া হয়েছে। টাকা আদায়ের রসিদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কলেজের রসিদ বই শেষ হয়ে যাওয়ায় শিক্ষার্থীদের টাকা গ্রহণের রসিদ দেওয়া হয়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহতাব হোসেন বলেন, উপবৃত্তির ফরম বিতরণে টাকা আদায়ের নিয়ম নেই। টাকা আদায়ের বিষয়টি আমাকে কেউ জানায়নি। ওই মহাবিদ্যালয়ে গিয়ে খোঁজখবর নিয়ে সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন