

চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে নাটক মঞ্চায়িত হবার সময় বিষক্রিয়া জনিত কারণে মঞ্চেই অসুস্থ হয়েছেন ১৮ জন অভিনয় শিল্পী। সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে চিকিৎসার জন্য তাদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল জানান, মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘ফলাফল নিম্নচাপ’ চলাকালে একে একে ১৮ অভিনয়শিল্পী বিষক্রিয়ায় অসুস্থ হতে থাকেন। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগেও নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হয়েছে জানিয়ে ফারুকুর রহমান ফয়সাল বলেন, ধারণা করা হচ্ছে মুক্তিযুদ্ধবিরোধীরা নাশকতা করে থাকতে পারে। মাঝে মধ্যেই শিল্পকলাতে অনুষ্ঠান চলাকালে অঘটন ঘটে।
২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিম ইফতেখার বলেন, কোনো কেমিকেল বা বিষজাতীয় পাউডার থেকে এমন ঘটনা ঘটে থাকতে পারে।
চাঁপাইনবাবাগঞ্জ সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন