জামান মৃধা, ডিমলা (নীলফামারী)
প্রকাশ : ০৮ জুন ২০২৩, ০৪:০২ পিএম
অনলাইন সংস্করণ

জাল সনদে কর্মরত ৭ শিক্ষক, বেতন-ভাতার অর্ধকোটি টাকা ফেরতের নির্দেশ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নীলফামারীর ডিমলা উপজেলায় জাল সনদে নিয়োগ হওয়ায় সাতজন বেসরকারি স্কুল-কলেজ শিক্ষকের নিয়োগ বাতিল করা হয়েছে। এ ছাড়া জমা দিতে হবে বেতন-ভাতা বাবদ নেওয়া টাকাও। তাদের মধ্যে একজন কলেজ ও ছয়জন স্কুলের শিক্ষক রয়েছেন। এদিকে ওই ৭ জনের বিরুদ্ধে মামলা করতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ডিমলায় যে ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের সাতজন শিক্ষকের জাল সনদের প্রমাণ পাওয়া গেছে, তাদের মধ্যে ছয়জন শিক্ষক সরকারি বেতন তুলেছেন। বাকি একজন শিক্ষক এমপিওভুক্ত না হওয়ায় সরকারি কোনো আর্থিক সুবিধা পাননি।

এমপিও না হওয়া ওই একজন শিক্ষক হলেন উপজেলার জটুয়াখাতা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কম্পিউটার) মো. আলমগীর হোসেন।

এ ছাড়া জাল সনদে এমপিওভুক্ত হওয়া ওই ছয়জন শিক্ষক বিভিন্ন অঙ্কে বেতন-ভাতা বাবদ সরকারি তহবিল থেকে অর্ধকোটি টাকার ঊর্ধ্বে উত্তোলন করেছেন। তাদের মধ্যে সোনাখুলি চাপানি সৈকত নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কৃষি) মো. আশরাফ হোসেন ১১ লাখ ১২ হাজার ৪৮৭ টাকা, জটুয়াখাতা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সরকারি শিক্ষক (ইসলাম ধর্ম) মো. সাইফুর রহমান ২ লাখ ৮ হাজার টাকা, খগাখড়িবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কম্পিউটার) নাজিফা আলম ৮ লাখ ৪৫ হাজার ৭৫০ টাকা, তিস্তা কলেজের প্রভাষক (কম্পিউটার) মো. আব্দুর রাজ্জাক ১২ লাখ ৭৪ হাজার ৭৯৩ টাকা, বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সরকারি শিক্ষক (কম্পিউটার) মো. আনারুল ১১ লাখ ২৯ হাজার ৭৯৮ টাকা এবং কাকড়া সাইফুন সাইড নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক (সমাজবিজ্ঞান) মো. সাইফুল ইসলাম ১৬ লাখ ২০ হাজার ২৪৮ টাকা উত্তোলন করেছেন।

মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে, জাল সনদে নিয়োগ পাওয়া এসব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এসব শিক্ষক-কর্মচারীকে চাকরিচ্যুত করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে জাল সনদধারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করতেও চিঠি দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে।

চিঠিতে ওই জাল সনদধারীদের বিরুদ্ধে সাত ধরনের ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে অবৈধভাবে গ্রহণ করা বেতন সরকারি কোষাগারে জমা দেওয়া। যারা অবসরে গেছেন, তাদের অবসর সুবিধা বাতিল করা। স্বেচ্ছায় অবসরে যাওয়া শিক্ষক-কর্মচারীদের আপত্তির টাকা প্রধান শিক্ষক বা অধ্যক্ষের মাধ্যমে আদায় করা এবং জাল সনদধারীদের নিয়োগ কার্যক্রমের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সংস্থা পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) যাচাই-বাছাই করে সারা দেশে ৬৭৮ জন জাল সনদধারী শিক্ষক-কর্মচারী চিহ্নিত করা হয়েছে। এরপর এ বছরের ৮ ফেব্রুয়ারি সনদ প্রদানকারী দপ্তরের প্রধান প্রতিনিধির সমন্বয়ে অভিযুক্ত শিক্ষক-কর্মচারীদের সনদের সত্যতা যাচাই-বাছাইপূর্বক ৬৭৮ জনের জাল সনদে তালিকা চূড়ান্ত করা হয়েছে। ৬৭৮ জন জাল সনদধারীর মধ্যে ডিমলা উপজেলায় সাতজন শিক্ষক রয়েছেন। তার মধ্যে ছয়জন শিক্ষক সরকারের ৬১ লাখ ৯১ হাজার ৭৬ টাকা অবৈধভাবে বেতন ভাতা ভোগ করেছেন।

জাল সনদ নয় বলে দাবি করেছেন অভিযোগ ওঠা কয়েকজন শিক্ষক। এ আদেশের বিরুদ্ধে আদালতে তারা মামলা করার কথা জানিয়েছেন। সনদ আসল বলে দাবি করে দক্ষিণ কাকড়া সাইফুন সাইড নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম বলেন, ‘এখনও মন্ত্রণালয়ের চিঠি পাইনি। চিঠি পেলে সংশ্লিষ্ট দপ্তরে আপিল করব অথবা আদালতের আশ্রয় নেব। আমি এখনো বিদ্যালয়ে নিয়মিত পাঠদান করাচ্ছি।’

তিস্তা ডিগ্রী কলেজের অধ্যক্ষ সৈয়দ আলী বলেন, ‘আমাদের কলেজে একজন প্রভাষক (কম্পিউটার) মো. আব্দুর রাজ্জাক জাল সনদ হওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে মৌখিকভাবে জেনেছি। এ বিষয়ে কাগজপত্র হাতে পেলে মন্ত্রণালয়ের নির্দেশনা মতো ব্যবস্থা নেওয়া হবে।’

জেলা শিক্ষা শিক্ষা অফিসার মো. হাফিজুর রহমান বলেন, নীলফামারীতে জাল সনদধারী শিক্ষকদের অফিস আদেশ এখন্ও পাইনি। আদেশের পর নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরীক্ষামূলকভাবে আজ শুরু স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল

ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে তুরস্ক

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

সারা দেশে গণঅধিকার পরিষদের বিক্ষোভ আজ

রাজনীতি ছেড়ে অভিনয়ে ফিরছেন কঙ্গনা

স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে জনগণকে সোচ্চার হতে হবে : নীরব

ওরিকে স্বামী বললেন জাহ্নবী

ওজন কমানো নিয়ে প্রচলিত কিছু মেডিকেল মিথ

উত্তরাখণ্ডে বৃষ্টি ও ভূমিধসে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১১

জাতীয় পার্টি নিষিদ্ধ ও কাদেরকে গ্রেপ্তার দাবি লায়ন ফারুকের

১০

নাফ নদীতে বেপরোয়া আরাকান আর্মি, উপকূলজুড়ে আতঙ্ক

১১

খোলা হয়েছে পাগলা মসজিদের দানবাক্স, মিলেছে ৩২ বস্তা টাকা

১২

এক মঞ্চে কিম, পুতিন ও শি জিনপিং

১৩

ভিন্ন রূপে হানিয়া

১৪

রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি

১৫

নাক ডাকা বন্ধ করার ৭ সহজ উপায়

১৬

৩০ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

আট মাসে ইরানে ৮৪১ মৃত্যুদণ্ড কার্যকর

১৮

চার সেনাকে খুঁজে পাচ্ছে না ইসরায়েল

১৯

জ্ঞান ফিরেছে নুরের

২০
X