সামনে আর কয়টা দিন। আগামী ১৫-২০ দিন দেশব্যাপী সহিংসতার চেষ্টা করা হবে। যারা করাবে তারা কিন্তু আড়ালেই থাকবে। যারা করবে তারা ফেঁসে যাবে। আমাদের এলাকার পাগলদেরও আমরা চিনি বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।
তিনি বলেন, নির্বাচন সঠিক সময়ে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এবং আন্তর্জাতিক সম্পর্ক মধুর হবে। শেখ হাসিনাকে টলানো এত সহজ না। জাতির পিতার সঙ্গে তার কন্যার একটা পার্থক্য আছে। জাতির পিতা সবাইকে বিশ্বাস করতেন আর সেই সুযোগ নিত বিশ্বাসঘাতকরা। জাতির পিতার কন্যা বিশ্বাসঘাতকদের চিনে রেখেছেন। তার ওপর আল্লাহর রহমত আছে। গত দুই বছর ধরে শুনতেসি সরকার পড়ে যাবে, ক্ষমতায় আসতাসি এসব, কিচ্ছু হবে না। নির্বাচন হবে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনে অবস্থিত একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি।
তিনি বলেন, বিদেশিদের দরজায় জোরে লাথি দিতে হবে। বলতে হবে, এই এটা বাংলাদেশ। নিজের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছি। অন্য কারও নয়। ত্রিশ লাখ মানুষ জীবন দিয়েছে এই দেশের জন্য, দু’লাখ মা বোনের সম্ভ্রম গেছে। সেই স্বাধীনতাযুদ্ধের সময় শুধু ভারত আমাদের পাশে দাঁড়িয়েছিল আর রাশিয়া।
এখনো নির্বাচনী প্রচার শুরু করেননি উল্লেখ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে শামীম ওসমান বলেন, ১০০ পার্সেন্ট ফেয়ার নির্বাচন হবে। কেউ ঘাড়ও ঘুরাতে পারবে না। যারা নকল করে পাস করে তাদের জন্য নয়, তবে আমাদের জন্য এটা সুখবর। আমরা যারা সারা বছর রাজপথে থাকি, পড়ালেখা করি, আমরা চাই রাজনীতিটা রাজনীতিবিদদের হাতেই থাকুক।
তিনি বলেন, আমি যদি বলি পাঁচ মিনিটে নারায়ণগঞ্জে বিএনপির প্রতিটি নেতাকর্মীর বাড়িতে হামলা হবে। তখন দোষ কার হবে, আমার হবে। যারা বাইরে থেকে নির্দেশ পেয়ে অরাজকতা করছে তারা কিন্তু ছাড় পাবে না। এবার ক্ষমতায় আসলে দুটি জিনিস ছাড় দেওয়া হবে না। একটা মানি লন্ডারিং আর আরেকটা দুর্নীতি।
মন্তব্য করুন