দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়ায় দল থেকে বহিষ্কৃত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলর সদস্য সৈয়দ এ কে একরামুজ্জামান সুখন। এবার নিজ নির্বাচনী এলাকায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে উপজেলা বিএনপি।
বুধবার (২৯ নভেম্বর) সকালে নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান ও সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটি দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জরিত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ এ কে একরামুজ্জামানকে বহিষ্কার করেছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাসিরনগর উপজেলা শাখার পক্ষ থেকে এই বহিষ্কৃত নেতাকে নাসিরনগরে অবাঞ্ছিত ঘোষণা করলাম।
উল্লেখ্য, সোমবার (২৭ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের জন্য সৈয়দ একরামুজ্জামানের পক্ষে তার দলীয় কর্মী পরিচয় দেওয়া বকুল মিয়া ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এর পর দিন মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সৈয়দ এ কে একরামুজ্জামান সুখনকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
মন্তব্য করুন