দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে খুলনার ৬টি আসনে মোট ৫৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জাকের পার্টি ৬টি আসনেই তাদের প্রার্থীর মনোনয়ন ফরম জমা দিয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছে ১৭জন প্রার্থী। এ ছাড়া ইসলামী ঐক্যজোট, তৃণমূল বিএনপি, বাংলাদেশ কংগ্রেস, এনপিপি গণতন্ত্রী পার্টি, বাংলাদেশের ওয়ার্কাস পার্টি দুইটি আসনে এবং একটি আসনে মুক্তিজোটের প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছে।
রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা যায়, খুলনা-১ সংসদীয় আসনে মনোনয়ন ফরম জমা দেওয়া ছয়জন এর মধ্যে আওয়ামী লীগ জাতীয় পার্টি ও জাকের পার্টির। অন্য দুজন স্বতন্ত্র ও তৃণমূল বিএনপি থেকে একজন মনোনয়ন ফরম জমা দেন।
খুলনা -২ সংসদীয় আসনে মনোনয়ন ফরম জমা দেন মোট ৯ জন। এর মধ্যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জাকের পার্টির বাইরে একজন স্বতন্ত্র ও গণতন্ত্রী পার্টি, বিএনএম, বাংলাদেশের কংগ্রেস, মুক্তিজোট, ইসলামী ঐক্যজোট থেকে একজন মনোনয়ন ফরম জমা দেন।
খুলনা-৩ সংসদীয় আসন থেকে মনোনয়ন ফরম জমা দেন মোট পাঁচজন। এর মধ্যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জাকের পার্টির বাইরে দুজন স্বতন্ত্র মনোনয়ন ফরম জমা দেন।
খুলনা-৪ সংসদীয় আসনের জন্য মনোনয়ন ফরম জমা দেন মোট ১৪ জন। আওয়ামী লীগ জাতীয় পার্টি ও জাকের পার্টির বাইরে ছয়জন স্বতন্ত্র ও গণতন্ত্রী পার্টি, বিএনএম, এনপিপি, তৃণমূল বিএনপি, ইসলামী ঐক্যজোট থেকে একজন মনোনয়ন ফরম জমা দেন।
খুলনা-৫ সংসদীয় আসনে মনোনয়ন ফরম জমা দেন মোট সাতজন। আওয়ামী লীগ জাতীয় পার্টি ও জাকের পার্টির বাইরে একজন স্বতন্ত্র ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের কংগ্রেস, ইসলামী ঐক্যজোট থেকে একজন মনোনয়ন ফরম জমা দেন।
খুলনা-৬ সংসদীয় আসনের জন্য মনোনয়ন ফরম জমা দেন মোট ১২ জন। আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জাকের পার্টির বাইরে পাঁচজন স্বতন্ত্র, এনপিপি, বাংলাদেশ কংগ্রেস, তৃনমূল বিএনপি, বিএনএম থেকে একজন মনোনয়ন ফরম জমা দেন।
মন্তব্য করুন