নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে ছাত্রলীগ। শনিবার (২ ডিসেম্বর) দুপুরে নরসিংদী সদর উপজেলা মোড়ে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা, উপজেলা, নরসিংদী সরকারি কলেজ শাখা, মাধবদী শহর শাখা, শিবপুর উপজেলাসহ জেলার বিভিন্ন কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এ সময় রিমনের মুক্তির দাবি জানিয়ে বক্তব্য দেন নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাজালাল আহমেদ শাওন, নরসিংদী শহর ছাত্রলীগের সভাপতি এস এম ওয়াজিদ জয়, সাধারণ সম্পাদক আশিক আলম রিয়েল, নরসিংদী সরকারি কলেজের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম রিফাত, নরসিংদী সদর থানা ছাত্রলীগের সভাপতি রবিউল আলম একমি, সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ প্রমুখ। এতে প্রায় এক ঘণ্টা ডিসি রোডে যানবাহন চলাচল বন্ধ ছিল।
নিবার্চনী আচরণবিধি ভঙ্গ করে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে গত বৃহস্পতিবার রাতে নরসিংদী সদর আসনের দায়িত্বে নিয়োজিত সহকারী রিটার্নিং অফিসার ওমর ফারুক বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। সে মামলায় গত শুক্রবার দুপুর ১টায় ঢাকা থেকে আহসানুল ইসলাম রিমনকে নরসিংদী ডিবি পুলিশ গ্রেপ্তার করে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
মন্তব্য করুন