রাজবাড়ীর কালুখালী-ভাটিয়াপাড়া রেল লাইনের ট্রেনে কাটা পড়ে ছেলের মৃত্যুর ১ বছর পর মা মনসা বিশ্বাস (৫৫) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। তিনি বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ভররামদিয়া গ্রামের যতীন্দ্রনাথ বিশ্বাসের স্ত্রী।
শনিবার (২ ডিসেম্বর) দুপুর ১টার দিকে কালুখালী-ভাটিয়াপাড়া রেল লাইনের বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ভররামদিয়া গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা লিয়াকত সরদার বলেন, এক বছর পূর্বে মনসা বিশ্বাসের ছেলে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়। এরপর থেকেই তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। শনিবার দুপুরে ভাটিয়াপাড়াগামী ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে গেছে।
রাজবাড়ী জিআরপি থানার ওসি সোমনাথ বসু বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে এক নারীর। ওই পরিবারের কোনো অভিযোগ না থাকায় তারা মরদেহ নিয়ে গেছেন।
মন্তব্য করুন