দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে অসীম কুমার উকিলসহ ৭ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
রোববার (৩ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহেদ পারভেজ তার কার্যালয়ে নির্বাচনসংক্রান্ত বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই-বাছাই শেষে সাতজনের মনোনয়নপত্র বৈধ এবং তিনজনের বাতিল ঘোষণা করেন।
যে ৭ জনের মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে তারা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী মঞ্জুর কাদের কোরায়েশী ও ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু, জাতীয় পার্টি মনোনীত কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন ভূঞা, ইসলামী ঐক্যজোট মনোনীত এহতেশাম সারোয়ার, তৃণমূল বিএনপি মনোনীত মিজানুর রহমান খান এবং জাকের পার্টির সুরুজ আলী।
যে তিনজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা হলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং আওয়ামী লীগের সাবেক সহসম্পাদক অ্যাডভোকেট আব্দুল মতিন, কৃষক শ্রমিক জনতা লীগের রিগ্যান আহমেদ এবং এনপিপির আসাদুজ্জামান খান।
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ এর নির্বাচনী তপশিল ঘোষণা করেন। নির্বাচনী তপশিল ঘোষণা অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর, বাছাই ১-৪ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। ৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন