কক্সবাজারের চকরিয়া উপজেলায় বাসের চাপা পড়ে দুই শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে চকোরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়ের আরকান মহাসড়কে ইসলামিয়া মাদ্রাসার নামক স্থানে এ দুর্ঘটনায় ঘটে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
নিহতরা চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী বাসিন্দা নাসির উদ্দিনের ছেলে আবদুর রহমান (৬) ও সাবা (৮)। তারা সম্পর্কে ভাইবোন। আর আহত নুরসাবা স্থানীয় কৃষক আবদু গফুরের মেয়ে। স্থানীয়ারা আহত শিশুকে উদ্ধার করে ডুলাহাজারা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করেছে।
চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী ও ডুলাহাজারা হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে ডুলাহাজারা এলাকায় দুই শিশু সড়ক পার হতে গিয়ে বাসের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে তাদের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে। দুর্ঘটনায় ঘাতক দুটি বাসটি জব্দ করা হয়েছে।
মন্তব্য করুন