বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় গরুর র‌্যাম্প শো, আয়োজন চলবে শনিবারও

র‌্যাম্প শোতে প্রদর্শণ করা হচ্ছে গরু। ছবি : কালবেলা
র‌্যাম্প শোতে প্রদর্শণ করা হচ্ছে গরু। ছবি : কালবেলা

বগুড়ায় শুরু হয়েছে দুই দিনব্যাপী উত্তরবঙ্গ গরু মেলা। সারা দেশ থেকে প্রায় দেড় হাজার খামারি এই মেলায় অংশ নিয়েছেন। বগুড়ার মমইন বিনোদন জগতে শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে মেলার উদ্বোধন করেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। বাংলাদেশ ডেইরি ফার্মাস অ্যাসোসিয়েশন (বিডিএফ) আয়েজিত মেলায় ২০২টি স্টলে ৪ শতাধিক সৌখিন গরু প্রদর্শন করা হচ্ছে। মেলার বিশেষ আকর্ষণ ছিল গরুর র‌্যাম্প শো। তা দেখতে ভিড় করেন দর্শনার্থীরা।

বিডিএফর সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ, মহাপরিচালক ডা. এমদাদুল হক তালুকদার ও টিএমএসএসর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম বিশেষ অতিথি ছিলেন। উত্তরবঙ্গ গরু মেলার প্রধান সমন্বয়ক তৌহিদ পারভেজ বিপ্লব অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।

এদিকে মেলায় গরুর র‌্যাম্প শো অনুষ্ঠিত হয়েছে। ব্যতিক্রমী এই র‌্যাম্প শোতে দেখা গেছে, গানের তালে শতাধিক গরু হাজার হাজার দর্শনার্থীদের সামনে হাঁটছে। হাঁটার সময় সঙ্গে থাকা গরুর মালিকরাও তাদের গরুর জাত, বয়স ও দাম সবাইকে জানিয়ে দিচ্ছেন। পরে র‌্যাম্প শো শেষে মালিকরা তাদের গরু নিজ নিজ স্টলে নিয়ে যান।

উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, এমন মেলা আয়োজনের মধ্য দিয়ে আধুনিক পদ্ধতিতে গরু লালন-পালনে প্রান্তিক পর্যায়ের খামারিদের উদ্বুদ্ধ করা সম্ভব। পাশাপাশি তাদের সঙ্গে বৃহৎ খামারি ও গরু ব্যবসায়ীদের সংযোগ স্থাপনে এই মেলা ভূমিকা রাখবে।

মেলায় খামারিরা ব্রাহামা, আরসিসি, নর্থ বেঙ্গল গ্রে, শাহীওয়াল, সিজারিয়ান, ভুট্টীসহ দেশি-বিদেশি বিভিন্ন জাতের গরু ছাড়াও গয়াল, মহিষ ও বিভিন্ন প্রজাতির পোষা প্রাণী প্রদর্শন করছেন। মেলার মাঠে ক্রেতা ও দর্শনার্থীদের আকর্ষণ ছিল ১ হাজার ৪০০ কেজি ওজনের অস্ট্রাল গরুকে ঘিরে। এ ছাড়া শিং বড় কয়েকটি গরু দেখতে সাধারণ মানুষ ভিড় করেন।

সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে আসা আল আয়মান এগ্রোর মালিক মাসুদ রানা বলেন, ‘ছয়টি গরু এবং কয়েকটি দুম্বা নিয়ে মেলায় এসেছি। এই প্রথম কোনো গরু মেলায় অংশ নিয়েছি।’

সূরা এগ্রো ফার্মের মালিক রাকিবুল ইসলাম বলেন, ‘এই মেলার মাধ্যমে প্রান্তিক পর্যায়ের খামারিদের সঙ্গে উচ্চ পর্যায়ের খামারিদের নতুন সম্পর্কের মাত্রা যুক্ত হবে। এতে করে খামারিরাই লাভবান হবে।’ দুদিনের মেলায় সেমিনারের ব্যবস্থাও থাকবে বলে আয়োজকরা জানান।

বগুড়া ভান্ডার অ্যাগ্রো ফার্মের স্বত্বাধিকারী ও উত্তরবঙ্গ গরু মেলার প্রধান সমন্বয়ক তৌহিদ পারভেজ বিপ্লব বলেন, ‘মেলার প্রধান আকর্ষণ গরুর র‌্যাম্প শো। যা ইতিমধ্যে একবার অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল পর্যন্ত এই মেলা চলবে। মেলার ফাঁকে ফাঁকে গরুর র‌্যাম্প শো চলবে।’

তিনি আরও বলেন, যেসব গরু প্রদর্শনের জন্য মেলায় তোলা হয়েছে তার অধিকাংশই মেলা থেকে বিক্রি হবে বলে তারা আশা করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদের মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার

আরও ৪ দেশে এনআইডি কার্যক্রমের অনুমতি

ব্রাজিল দলে জায়গা না পেয়ে নেইমারের রহস্যময় বার্তা

বদনজর ও কালো জাদুর ক্ষতি থেকে বাঁচার ৫ আমল

বিশ্বকাপজয়ী মেসিকে নিয়ে মিলল সুসংবাদ

চিকন শিশুকে মোটা বলায় সংঘর্ষ, আহত ১০

চিরকুট লিখে প্রাণ দিলেন ব্যবসায়ী

প্রকৌশল শিক্ষার্থীদের দাবি পর্যালোচনায় কমিটি গঠন

আফগানিস্তানে যাত্রীবাহী বাস উল্টে নিহত কমপক্ষে ২৫

প্রধান শিক্ষক যুবলীগ নেতা, ফাঁদে পড়ে ইংরেজি শিক্ষক গরুর রাখাল

১০

প্রতীকী মূল্যে মসজিদ-মন্দিরকে জমি দিয়ে ইতিহাস গড়ল রেলওয়ে

১১

নওগাঁয় চালককে হত্যা, পাঁচজনের যাবজ্জীবন

১২

শাহরুখ না, শাকিবকে নায়ক হিসেবে চান মনিকা

১৩

শেখ হাসিনাও তত্ত্বাবধায়ক সরকার চান, ভূতের মুখে রাম নাম : অ্যাটর্নি জেনারেল

১৪

ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা, ফিরেছেন জুনায়েদ সিদ্দিক

১৫

ভিকির মতো শান্ত মানুষ সাইকো থ্রিলার ভাবেন কীভাবে, প্রশ্ন নাবিলার

১৬

চন্দ্রনাথ পাহাড় ঘিরে উসকানিমূলক কিছু দেখামাত্র ব্যবস্থার নির্দেশ

১৭

আবুল খায়ের গ্রুপে মার্কেটিং অফিসার পদে নিয়োগ

১৮

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে নিয়োগ, আজই আবেদন করুন

১৯

রাজনীতিতে শিষ্টাচার-শুদ্ধাচারের আবশ্যকতা 

২০
X