বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় গরুর র‌্যাম্প শো, আয়োজন চলবে শনিবারও

র‌্যাম্প শোতে প্রদর্শণ করা হচ্ছে গরু। ছবি : কালবেলা
র‌্যাম্প শোতে প্রদর্শণ করা হচ্ছে গরু। ছবি : কালবেলা

বগুড়ায় শুরু হয়েছে দুই দিনব্যাপী উত্তরবঙ্গ গরু মেলা। সারা দেশ থেকে প্রায় দেড় হাজার খামারি এই মেলায় অংশ নিয়েছেন। বগুড়ার মমইন বিনোদন জগতে শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে মেলার উদ্বোধন করেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। বাংলাদেশ ডেইরি ফার্মাস অ্যাসোসিয়েশন (বিডিএফ) আয়েজিত মেলায় ২০২টি স্টলে ৪ শতাধিক সৌখিন গরু প্রদর্শন করা হচ্ছে। মেলার বিশেষ আকর্ষণ ছিল গরুর র‌্যাম্প শো। তা দেখতে ভিড় করেন দর্শনার্থীরা।

বিডিএফর সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ, মহাপরিচালক ডা. এমদাদুল হক তালুকদার ও টিএমএসএসর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম বিশেষ অতিথি ছিলেন। উত্তরবঙ্গ গরু মেলার প্রধান সমন্বয়ক তৌহিদ পারভেজ বিপ্লব অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।

এদিকে মেলায় গরুর র‌্যাম্প শো অনুষ্ঠিত হয়েছে। ব্যতিক্রমী এই র‌্যাম্প শোতে দেখা গেছে, গানের তালে শতাধিক গরু হাজার হাজার দর্শনার্থীদের সামনে হাঁটছে। হাঁটার সময় সঙ্গে থাকা গরুর মালিকরাও তাদের গরুর জাত, বয়স ও দাম সবাইকে জানিয়ে দিচ্ছেন। পরে র‌্যাম্প শো শেষে মালিকরা তাদের গরু নিজ নিজ স্টলে নিয়ে যান।

উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, এমন মেলা আয়োজনের মধ্য দিয়ে আধুনিক পদ্ধতিতে গরু লালন-পালনে প্রান্তিক পর্যায়ের খামারিদের উদ্বুদ্ধ করা সম্ভব। পাশাপাশি তাদের সঙ্গে বৃহৎ খামারি ও গরু ব্যবসায়ীদের সংযোগ স্থাপনে এই মেলা ভূমিকা রাখবে।

মেলায় খামারিরা ব্রাহামা, আরসিসি, নর্থ বেঙ্গল গ্রে, শাহীওয়াল, সিজারিয়ান, ভুট্টীসহ দেশি-বিদেশি বিভিন্ন জাতের গরু ছাড়াও গয়াল, মহিষ ও বিভিন্ন প্রজাতির পোষা প্রাণী প্রদর্শন করছেন। মেলার মাঠে ক্রেতা ও দর্শনার্থীদের আকর্ষণ ছিল ১ হাজার ৪০০ কেজি ওজনের অস্ট্রাল গরুকে ঘিরে। এ ছাড়া শিং বড় কয়েকটি গরু দেখতে সাধারণ মানুষ ভিড় করেন।

সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে আসা আল আয়মান এগ্রোর মালিক মাসুদ রানা বলেন, ‘ছয়টি গরু এবং কয়েকটি দুম্বা নিয়ে মেলায় এসেছি। এই প্রথম কোনো গরু মেলায় অংশ নিয়েছি।’

সূরা এগ্রো ফার্মের মালিক রাকিবুল ইসলাম বলেন, ‘এই মেলার মাধ্যমে প্রান্তিক পর্যায়ের খামারিদের সঙ্গে উচ্চ পর্যায়ের খামারিদের নতুন সম্পর্কের মাত্রা যুক্ত হবে। এতে করে খামারিরাই লাভবান হবে।’ দুদিনের মেলায় সেমিনারের ব্যবস্থাও থাকবে বলে আয়োজকরা জানান।

বগুড়া ভান্ডার অ্যাগ্রো ফার্মের স্বত্বাধিকারী ও উত্তরবঙ্গ গরু মেলার প্রধান সমন্বয়ক তৌহিদ পারভেজ বিপ্লব বলেন, ‘মেলার প্রধান আকর্ষণ গরুর র‌্যাম্প শো। যা ইতিমধ্যে একবার অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল পর্যন্ত এই মেলা চলবে। মেলার ফাঁকে ফাঁকে গরুর র‌্যাম্প শো চলবে।’

তিনি আরও বলেন, যেসব গরু প্রদর্শনের জন্য মেলায় তোলা হয়েছে তার অধিকাংশই মেলা থেকে বিক্রি হবে বলে তারা আশা করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের উন্নয়নে বিএনপি ছাড়া বিকল্প নেই : মিন্টু  

কার নির্দেশে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে হত্যা, জানাল ডিবি

সংস্কার নস্যাৎ করে ফ্যাসিবাদকে ফেরানোর চেষ্টা চলছে : মঞ্জু

প্রাণ গেল ২ জনের

কসাই আনিসকে ৬ টুকরো করলেন প্রেমিকা

ফের বিয়ে করলেন মধুমিতা

কোরিওগ্রাফারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, যা বললেন নাজমি

‘ভারতের সঙ্গে বিএনপির চুক্তির কথা ভিত্তিহীন, এটা জামায়াতের অপপ্রচার’

এটিএম বুথে কার্ড আটকে গেলে যা করবেন

হঠাৎ অসুস্থ নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

‘হিজাব পরা আপুরাও মিথ্যা ছড়াচ্ছেন’—মেয়েদের ট্রল নিয়ে বিস্ফোরক বুবলী

১১

লবণ বেশি খেলে কী ঘটে শরীরে জেনে নিন

১২

যাদের জন্য পেঁপে খাওয়া বিপজ্জনক

১৩

‘ওর মা নেই, ওকে মারবেন না প্লিজ’

১৪

দুই দশক পর চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান

১৫

তরুণদের মধ্যে বাড়ছে এইচআইভি সংক্রমণ, উদ্বেগ বিশেষজ্ঞদের

১৬

শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেটারের

১৭

বেকার ভাতা নয়, আমরা কাজ দেব : জামায়াত আমির

১৮

নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্টের সূচি প্রকাশ বিসিবির 

১৯

ভারতের সঙ্গে ‘সবচেয়ে বড় চুক্তি’ করছে ইইউ

২০
X