পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আনতে নাটোর শহরের নিচাবাজার ও তেবাড়িয়া হাটে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর।
দুপুরে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মেহেদি হাসান তানভিরের নেতৃত্বে শহরের নিচাবাজার পেঁয়াজ বাজারে অভিযান পরিচালনা করেন।
এ সময় বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। পরে নাটোর শহরতলীর তেবাড়িয়াহাটে অভিযান পরিচালনা করেন তিনি।
সেখানে বেশি দামে পেঁয়াজ বিক্রি ও মূল্য তালিকা না থাকায় দুই ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় অভিযানের খবর পেয়ে অন্য পেঁয়াজ ব্যবসায়ীরা পেঁয়াজ রেখে পালিয়ে যায়।
মন্তব্য করুন