হবিগঞ্জের আজমিরীগঞ্জে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিংয়ে নেমেছে উপজেলা প্রশাসন। রোববার (১০ ডিসেম্বর) সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার সদরসহ কাকাইলছেও বাজারে বাজার মনিটরিং করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম।
এ সময় পেয়াজের মূল্য বেশি রাখা ও মূল্য তালিকা না থাকায় ভ্রাম্যমাণ আদালতে তিনটি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা নগদ অর্থদবণ্ড প্রদান করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম বলেন, আজমিরীগঞ্জ সদর বাজার ও কাকাইলছেও বাজারে দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পেঁয়াজের মূল্য সহনীয় রাখার নিমিত্তে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি এবং মূল্য তালিকা না থাকায় তিনটি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাছাড়া আমরা দাঁড়িয়ে থেকে ১০৩ টাকায় ক্রয়কৃত পেয়াজ ১১০ টাকা মূল্যে এবং ১১০ টাকা মূল্যে ক্রয়কৃত পেয়াজ ১২০ টাকা মুল্যে বিক্রি করার ব্যবস্থা করা করেছি।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে আজমিরীগঞ্জ থানার পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করেন।
একই দিন সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল ভৌমিক ও সহকারী কমিশনার (ভূমি) মো.শফিকুল ইসলাম বাজার পুনরায় সদর বাজার মনিটরিং করেন।
মন্তব্য করুন