সিলেট নগরীর বালুচর এলাকায় ড্রেন থেকে পৃথক বস্তায় রণজিৎ সরকার (৫৮) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রণজিৎ সরকার নগরীর আখালিয়ার দুসকি এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত বঙ্ক সরকার।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বালুচরস্থ এমসি কলেজ হোস্টেলের শ্রীকান্ত ব্লক সংলগ্ন ড্রেন থেকে দুটি বস্তাবন্দি অবস্থায় এই মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, মঙ্গলবার রাতে কলেজের শ্রীকান্ত ছাত্রাবাসের পেছনে দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে রাত ১১টার দিকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেসন (পিবিআই) সদস্যরা সেখানে উপস্থিত হয়ে আলামত সংগ্রহ করেন। সেখানে থাকা নর্দমা থেকে খণ্ড-বিখণ্ড লাশ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এমসি কলেজের পাশের নর্দমার পাড়ে কে বা কারা দুটি বস্তা ফেলে যায়। পরে সেখান থেকে দুর্গন্ধ বের হলে পুলিশকে খবর দেওয়া হয়।
কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।
তিনি জানান, আলাদাভাবে লাশের পা ও মাথা উদ্ধার হলেও দুটি হাত উদ্ধার করা যায়নি এখনও। তবে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে পুলিশ।
মন্তব্য করুন