হবিগঞ্জ-চুনারুঘাট সড়কে ইজিবাইক-পিকআপের সংঘর্ষে তিনজন নিহত এবং দুজন আহত হয়েছেন। গুরুতর আহত দুজনেক হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চুনারুঘাট উপজেলার দুর্গাপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে তানিম (২৫), রামশ্রী গ্রামের তামান্না আক্তার (২০) ও হবিগঞ্জ শহরের উমেদনগরের ছমেদ আলীর স্ত্রী সুফিয়া খাতুন (৪৫)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে শায়েস্তাগঞ্জ থেকে চুনারুঘাটগামী পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে পাঁচজন আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে তিনজন মারা যান।
মাধবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নির্মুলেন্দ চক্রবর্তী জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় পিকআপ জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছেন।
মন্তব্য করুন