দিনাজপুরের বিরামপুরে পৌর শহরের লিমা আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অপরাধে রুপা (২৭) নামের এক নারীকে ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অপরাধে দুই দোকানকে সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সিলগালা করা দুই দোকান হলো বিরামপুর শহরের বিসমিল্লাহ লন্ড্রি হাউস ও স্টাইল গার্মেন্টস।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন। বুধবার (১৩ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে বিরামপুর পৌর শহরের স্টেশন রোড লিমা আবাসিক হোটেলে এ অভিযান হয়। রুপাকে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন