শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বেশি লাভের আশায় অপরিপক্ব পেঁয়াজ বাজারে

শেরপুরের বাজারে অপরিপক্ব পেঁয়াজ। ছবি : কালবেলা
শেরপুরের বাজারে অপরিপক্ব পেঁয়াজ। ছবি : কালবেলা

পেয়াঁজের দাম স্বাভাবিকের চেয়ে দিগুণ হওয়ায় শেরপুরের বিভিন্ন হাট-বাজারে অপরিপক্ব কাঁচা পেয়াঁজ বিক্রি লক্ষ্য করা গেছে। দ্বিগুণ দাম হওয়ায় অনেক কৃষক সময়ের চেয়ে আগে মাঠের পেয়াঁজ উঠিয়ে বাজারে বিক্রি করছেন। এতে কৃষক ভালো মূল্যে পেলেও উৎপাদন কমে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এতে চলতি মৌসুমে পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে।

জেলার বিভিন্ন এলাকা এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, হঠাৎ পেঁয়াজের দাম দ্বিগুণ হওয়ায় ক্রেতাদের চোখেমুখে হতাশার ছাপ পড়েছে। কিন্তু একই সময় বিক্রেতা এবং কৃষকদের মুখে হাসি ফুটেছে। সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের কৃষক হাসেন আলী বলেন, প্রতি বছর পেঁয়াজ-রসুনে লোকসান হয়। এবার বাজারে বেশি দাম হওয়ায় আমরা পেঁয়াজ উঠাতে শুরু করেছি। কারণ, পরে যদি দাম কমে যায়। উৎপাদন কিছুটা কম হলেও ডবল দামে বিক্রি করার সুযোগ হাতছাড়া করতে চাই না।

কৃষক ছমির আলী বলেন, এত ভালো দাম সব সময় থাকবে না। তাই এবার লাভের আশায় আগেই বিক্রি করছি। গতবারও লস হয়েছে। দাম সব সময় এমন থাকবে এর নিশ্চয়তা তো নেই। যে কারণে বাজারে বেশি দাম থাকায় অতিরিক্ত লাভের আশায় আমরা কমপক্ষে ১৫ দিন আগেই পেঁয়াজ উঠাতে শুরু করেছি। আশা করি, এবার পেঁয়াজে আমরা কিছুটা লাভবান হব। তিনি আরও বলেন, পেঁয়াজ ভালো করে পাকলে বিঘা প্রতি ৭০-৮০ মণ হবে। এখন উঠালে বিঘা প্রতি ৫০-৬০ মণ হবে। তবে এই দাম তখন আমরা পাব না। বাধ্য হয়ে বেশি লাভের আশায় আমরা অগ্রিম পেঁয়াজ উঠিয়ে বাজারে বিক্রি করছি। আশা করি, এবার কিছুটা লাভের মুখ দেখব।

স্থানীয় স্কুলশিক্ষক আবু হাসান বলেন, বাজারে পেঁয়াজের মূল্যে আকাশ ছোয়া। নিয়ম-নীতির তোয়াক্কা না করে ইচ্ছেমতো মূল্য বাড়িয়ে দিচ্ছে সিন্ডিকেটের সদস্যরা। খোলা বাজারের বিক্রেতারা বাধ্য হচ্ছে দাম বাড়াতে। আর আমরা অসহায় ক্রেতা বাধ্য হয়ে কিনছি। এই সুযোগ কাজে লাগিয়ে বেশি দামের আশায় পেঁয়াজ উঠাতে শুরু করছেন অনেক কৃষক। এতে কিন্তু আমাদের উৎপাদন কম হচ্ছে। সামগ্রিক ভাবে কিন্তু এটা দেশের মোট উৎপাদনে বাধা তৈরি করছে।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রেতা বলেন, আগে পেয়াঁজ তুললেও সমস্যা নেই। সব সময় তো ব্যবসায়ীরাই লাভ করে। এবার আগাম পেঁয়াজ বিক্রি করায় কিছুটা হলেও সরাসরি কৃষক লাভবান হবেন। এটা ভেবেই আমার মনে শান্তি লাগছে।

জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এবার শেরপুরে ৯৯৮ হেক্টর জমিতে এক হাজার টন পেঁয়াজের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬৬৬ হেক্টর জমির পেয়াঁজ দেড় থেকে দুই মাসের মধ্যে বাজারে আসবে। আবহাওয়া অনুকূলে থাকলে বিঘা প্রতি কৃষকের লাভ থাকবে ২০ থেকে ২৫ হাজার টাকা। বিঘা প্রতি কৃষকের খরচ হয় হয় ৪০ থেকে ৪৫ হাজার টাকা।

এ ব্যাপারে শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সুকল্প দাস বলেন, অসময়ে অপরিপক্ব পেঁয়াজ উঠালে উৎপাদন কিছুটা কমে গেলেও কৃষক সরাসরি বেশি দাম পাবে। আবহাওয়া অনুকূলে থাকলে এটা কোথাও প্রভাব পরবে না। কারণ, কৃষক পাতাসহ পেয়াঁজ বিক্রি করায় ওজনে সাশ্রয়ী হচ্ছে। আবার এই জমিতে পেঁয়াজ উঠিয়ে অন্য আবাদ করবে। শুধু পেঁয়াজ নয়, যেকোনো ফসলে বেশি দাম পেলে কৃষক উৎসাহ পায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর ধরে একটি সেতুর অপেক্ষায় ২০ হাজার মানুষ

২০টি ভয়ংকর জে-১০ যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ ২৭ হাজার কোটি

লবণের মাঠ ও চিংড়ি ঘের দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ

গাজাগামী ফ্লোটিলার ১৩০ কর্মীকে জর্ডানে পাঠাল ইসরায়েল

গাড়িতে ফ্ল্যাগ ছাড়াই সাবের হোসেনের বাসায় যান ৩ রাষ্ট্রদূত

নির্বাচনকে ভিন্নখাতে পরিচালিত করতে ‘গভীর ষড়যন্ত্র’ চলছে : মির্জা ফখরুল

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচিতে পরিবর্তন

আবরার হত্যার বিচার করলেই আ.লীগ নিষিদ্ধ হওয়া উচিত : চরমোনাই পীর

ফুসফুস ক্যানসারের এই ৫ উপসর্গ সাধারণ অসুখ ভেবে এড়িয়ে যাচ্ছেন না তো?

ভৈরবে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন ও পাদুকা খাতে উদ্ভাবন শীর্ষক আঞ্চলিক ক্যাম্পেইন

১০

বিসিবিতে নতুন দায়িত্ব বণ্টন: কোন কমিটির নেতৃত্বে কে?

১১

চট্টগ্রামে যুবদলের দুই নেতাকে বহিষ্কার

১২

মানসিক ভারসাম্যহীন মা, ফুটফুটে কন্যা সন্তান পেল নতুন ঠিকানা

১৩

ট্রাম্পের ‘ডাক্তার দেখানো উচিত’ মন্তব্যে গ্রেটা থুনবার্গের পাল্টা জবাব

১৪

১৭ মাসে কোরআনে হাফেজ, উপহার পেল রাদিফ

১৫

তিন মাসে ৫০ দিন অনুপস্থিত মেডিকেল অফিসার

১৬

কমিউনিটি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হলেন ঢাবির অধ্যাপক মোর্শেদ

১৭

‘দেশের বিরুদ্ধে আগ্রাসনের চেষ্টা চালাচ্ছে ৩ পরাশক্তি’

১৮

ডাকসুর এজিএস মহিউদ্দীনকে শৈশবের শিক্ষাপ্রতিষ্ঠানে সংবর্ধনা

১৯

মেদ কমাতে হিমশিম খাচ্ছেন? মাত্র ২ মিনিটের কার্যকর কৌশল জেনে নিন 

২০
X