চুয়াডাঙ্গায় হিম বাতাসে বাড়ছে শীতের তীব্রতা। তবে গতকালের চেয়ে আজ তাপমাত্রা দুই ডিগ্রি বেড়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলিসয়াস এবং এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯২ শতাংশ।
এর আগে সকাল ছয়টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।
এর আগে রোববার (১৭ ডিসেম্বর) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ।
চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, তাপমাত্রা এখন কয়েক দিন ওঠানামা করবে। ১০ থেকে ১২ ডিগ্রির মধ্যে থাকবে। আকাশ আংশিক মেঘলা হবে। তবে রোদ থাকবে।
মন্তব্য করুন