বরিশাল ব্যুরো
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ০৬:২৪ পিএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

লোকালয় থেকে দুটি চিত্রা হরিণ উদ্ধার

উদ্ধার দুই চিত্রা হরিণ। ছবি : কালবেলা 
উদ্ধার দুই চিত্রা হরিণ। ছবি : কালবেলা 

পটুয়াখালীর গলাচিপায় লোকালয় থেকে দুটি চিত্রা হরিণ উদ্ধার করেছে বন বিভাগ।

বুধবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন আল হেলালের নির্দেশে উপজেলার চর বিশ্বাস ইউনিয়ন থেকে অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর সহায়তায় এ হরিণ দুটি উদ্ধার করা হয়।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে চর বিশ্বাস ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তৌহিদুল গাজীর বাড়ির পাশ থেকে একটি চিত্রা হরিণ আটক করে তরমুজ ক্ষেতে কাজ করা শ্রমিকরা। একই সময় একই ইউনিয়নের চর আগস্তী গ্রামের সেলিম বিশ্বাসের বাড়িতে আরও একটি চিত্রা হরিণ আটক করে স্থানীয়রা।

গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা হরিণ আটকের বিষয়টি জানতে পারেন। পরে বন বিভাগ ও অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে চিত্রা হরিণ দুটি উদ্ধার করে। তাদের ধারণা, পার্শ্ববর্তী চর বাংলা বন থেকে হরিণ দুটি লোকালয়ে প্রবেশ করে।

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন আল হেলাল বলেন, হরিণ দুটির মধ্যে একটি আহত অবস্থায় রয়েছে। গলাচিপা প্রাণিসম্পদ অধিদপ্তরের ডা. ফেরদৌস ঘটনাস্থলে পৌঁছেছেন এবং আহত হরিণটিকে চিকিৎসা দিয়েছেন। হরিণটি সুস্থ হলে দুটিই বনে অবমুক্ত করা হবে।

এদিকে বাংলাদেশ বন অধিদফতরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা এবং তরুণ বন্যপ্রাণী গবেষক জোহরা মিলা জানান, চিত্রা হরিণ চিত্রল হরিণ বা চিত্র মৃগ নামেও পরিচিত। উপমহাদেশে হরিণের প্রজাতিগুলোর মধ্যে এটি খুবই দৃষ্টিনন্দন। লালচে বাদামি শরীরের ওপর সাদা সাদা ফোটা গোলাকার দাগ থাকে বলে প্রজাতি চিত্রা বা চিত্রল হরিণ নামে পরিচিতি পেয়েছে। বাংলাদেশের সুন্দরবনই এর প্রধান আবাস। তবে দেশের চিরহরিৎ বনগুলোয় খুব অল্প সংখ্যায় এরা টিকে আছে বলে তথ্য পাওয়া যায়। এরা মূলত গাছের ফল, পাতা, বাকল ও ঘাস খায়। হরিণের এই প্রজাতির কোনো প্রজনন মৌসুম নেই। চিত্রা হরিণের গর্ভধারণকাল ৭ মাস এবং এরা প্রতিবারে মাত্র একটি বাচ্চা প্রসব করে। ফলে বংশবৃদ্ধি খুব ধীরে হয়।

তিনি বলেন, আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) চিত্রা ‘ন্যূনতম বিপদগ্রস্ত’ বলে তালিকাভুক্ত করেছে। বাংলাদেশের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২-এর তফসিল-২ অনুযায়ী এই বন্যপ্রাণীটি সংরক্ষিত। তাই এটি হত্যা, শিকার বা এর কোনো ক্ষতি করা শাস্তিযোগ্য অপরাধ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য পরামর্শ / রান্নায় সরিষার তেলে ঝুঁকি ও অসংক্রামক রোগ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩

ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ৫৮% মার্কিনি : রয়েটার্স

স্পেনের বাইরে লা লিগার ম্যাচ খেলার ব্যাপারে সিদ্ধান্ত জানাল ফুটবলাররা

দুবাইয়ে যাওয়ার ৪ মাস পরই ৩ কোটির লটারি জিতলেন প্রবাসী

এনজো ফার্নান্দেজের মুখে রিয়াল মাদ্রিদের নাম, বাড়ছে গুঞ্জন

কেশবপুরে নারী সমাবেশ/ / ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি

সাভারে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের শুভ উদ্বোধন

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রীও হবেন : এ্যানি

দলবদলের বাজারে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর রেকর্ড ভাঙা খরচ

১০

ধর্মগড় সীমান্তে বিজিবির হাতে আটক চার বাংলাদেশি

১১

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

১২

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

১৩

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

১৪

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

১৫

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

১৬

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

১৭

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

১৮

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

১৯

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

২০
X