ময়মনসিংহের নান্দাইলে জীবন্ত ঈগল পাখি নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচার চালানোর অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) মুশুল্লী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা জীবন্ত ঈগল পাখি নিয়ে নির্বাচনী প্রচারসহ তা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচার চালায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মুশুল্লী ইউনিয়নের তারেরঘাট বাজার স্বতন্ত্র প্রার্থীর অফিসে এ প্রচারে জীবন্ত ঈগল পাখি ব্যবহার করা হয়। এ সময় ঈগল পাখিটার পা ও ডানা বাধা অবস্থায় ছিল। স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের কর্মীরা জীবন্ত ঈগল পাখি নিয়ে আনন্দ উল্লাস করাসহ নির্বাচনী প্রচার করছিল। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।
এ বিষয়ে নান্দাইল আসনের স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিনের সমর্থক ঈগল প্রতীকের কর্মী আব্দুল কাদির বলেন, মানুষকে দেখানোর জন্য পাখিটি ধরেছিলাম। তবে তা ছেড়ে দিব।
নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা বলেন, আমি বিষয়টি মাত্রই শুনেছি। এটা নির্বাচন আচরণবিধি লংঘন। তবে আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।
মন্তব্য করুন