চাঁদপুরের হাজীগঞ্জে রেললাইনে নাশকতার প্রস্তুতিকালে একজনকে আটক করেছেন আনসার বাহিনীর সদস্যরা। শুক্রবার (২২ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে হাজীগঞ্জ রেলস্টেশনে আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট উজ্জ্বল কুমার পালের নেতৃত্বে টহলরত অবস্থায় আনসার সদস্যরা তাকে আটক করেন। আটক হওয়া মোজাম্মেল হোসেন (৫৫) হাজীগঞ্জ অলিপুর গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে কমান্ড্যান্ট উজ্জ্বল কুমার পাল জানান, মোজাম্মেল নামের মধ্যবয়সী ব্যক্তির পকেটে বেশকিছু পাথর, লাইট, গ্যাসলাইট পাওয়া যায়। তিনি ২৬টি স্থানে রেললাইলের ওপরে বড় আকারের পাথর রেখে পালাচ্ছিলেন। তাৎক্ষণিক তাকে হাতেনাতে আটক করা হয়।
তিনি আরও বলেন, এ ছাড়া হাজীগঞ্জ ব্রিজের কাছে রেললাইনের ওপর একটি গাছ ফেলে রাখা অবস্থায় পাওয়া যায়। সেটা অপসারণ করা হয়েছে। তবে এটা কে বা কারা ফেলে রেখেছে তা এখনও জানা যায়নি। আমাদের পক্ষ থেকে কঠোর নজরদারি রয়েছে। রেলপথের প্রতিটি স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
চাঁদপুর রেলওয়ে জিআরপি পুলিশ সুপার হাছান চৌধুরী বলেন, হাজীগঞ্জ রেললাইন থেকে আটককৃত ব্যক্তি সম্পর্কে আমরা খোঁজখবর নিচ্ছি। ইতিমধ্যে স্থানীয় চেয়ারম্যান ও লোকজনের সঙ্গে কথা বলে যতটুকু জানতে পেরেছি, তিনি মানসিক ভারসাম্যহীন। তবুও তাকে আমরা আটক রেখে জিজ্ঞাসাবাদ করছি। পুরোপুরি নিশ্চিত হয়ে তিনি দোষী হলে পরবর্তীতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চাঁদপুর-লাকসাম রেললাইন নিরাপদ রাখতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
মন্তব্য করুন