কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৮:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-২ আসনে কামরুল-শাহীন দ্বন্দ্বের অবসান

কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে আয়োজিত নির্বাচনী পথসভায় বক্তব্য রাখছেন কামরুল ইসলাম। ছবি : কালবেলা
কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে আয়োজিত নির্বাচনী পথসভায় বক্তব্য রাখছেন কামরুল ইসলাম। ছবি : কালবেলা

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-২ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কামরুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন যাবত ঢাকা-২ আসনের প্রার্থিতা নিয়ে কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও কেরানীগঞ্জ দক্ষিণ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদের দ্বন্দ্ব ছিল। এবার তার মনোনয়ন নিয়ে তৃণমূল বেশ আশাবাদী হলেও কেন্দ্র শাহীন আহমেদকে মনোনয়ন না দিলে স্বতন্ত্র নির্বাচনের কানাঘোষা চলে। নাটকীয়ভাবে স্বতন্ত্র নির্বাচন করা থেকেও বিরত থাকলে তার সমর্থকদের মাঝে দেখা দেয় চরম হতাশা।

শনিবার (২৩ ডিসেম্বর) সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঢাকা-২ আসনে কামরুল-শাহীনের দীর্ঘদিনের দ্বন্দ্বের অবসান হয়েছে।

শনিবার (২৩ ডিসেম্বর) কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে আয়োজিত নির্বাচনী পথসভায় উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ নৌকার প্রার্থীকে জয়ী করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী আমাকে ডেকে নিয়ে নৌকার পক্ষে নির্বাচন করার জন্য নির্দেশ দিয়েছেন। তাই সব ভেদাভেদ ভুলে নৌকাকে জয়ী করতে আমি সবাইকে আহ্বান জানাই। আমার পরিবারসহ আমি আওয়ামী লীগের কর্মী। আওয়ামী লীগ ছাড়া আমার আর কোনো দল নেই। তাই নৌকার বিজয় নিশ্চিত করার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, আমি ঢাকা-২ আসনে প্রথম নির্বাচনসহ কোনো নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য কোনোরূপ তদবির করি নাই। প্রধানমন্ত্রী আমাকে ডেকে নিয়ে এই আসনে নির্বাচন করার জন্য পাঠিয়েছেন, তাই এসেছি। আপনারা আমাকে ভোট দিয়ে আপনাদের জন্য কাজ করার সুযোগ দিয়েছেন সেজন্য আপনাদের ধন্যবাদ। শাহীন আহমেদ আমার ভাই। আমরা দীর্ঘদিন এক সাথে কাজ করছি। প্রধানমন্ত্রীর প্রতীক নৌকাকে বিজয়ী করার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। ঐক্যবদ্ধ আওয়ামী লীগের সাথে কখনোই কেউ পারেনি, ভবিষ্যতেও পারবে না।

কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী হাবিবুর রহমান হাবিব, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, কেরানীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম, রোহিতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী, কলাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাহের আলী, বাস্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশকর আলী, হযরতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আয়নাল হোসেনসহ কেরানীগঞ্জ উপজেলার আওয়ামী লীগ ও আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরীক্ষামূলকভাবে আজ শুরু স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল

ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে তুরস্ক

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

সারা দেশে গণঅধিকার পরিষদের বিক্ষোভ আজ

রাজনীতি ছেড়ে অভিনয়ে ফিরছেন কঙ্গনা

স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে জনগণকে সোচ্চার হতে হবে : নীরব

ওরিকে স্বামী বললেন জাহ্নবী

ওজন কমানো নিয়ে প্রচলিত কিছু মেডিকেল মিথ

উত্তরাখণ্ডে বৃষ্টি ও ভূমিধসে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১১

জাতীয় পার্টি নিষিদ্ধ ও কাদেরকে গ্রেপ্তার দাবি লায়ন ফারুকের

১০

নাফ নদীতে বেপরোয়া আরাকান আর্মি, উপকূলজুড়ে আতঙ্ক

১১

খোলা হয়েছে পাগলা মসজিদের দানবাক্স, মিলেছে ৩২ বস্তা টাকা

১২

এক মঞ্চে কিম, পুতিন ও শি জিনপিং

১৩

ভিন্ন রূপে হানিয়া

১৪

রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি

১৫

নাক ডাকা বন্ধ করার ৭ সহজ উপায়

১৬

৩০ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

আট মাসে ইরানে ৮৪১ মৃত্যুদণ্ড কার্যকর

১৮

চার সেনাকে খুঁজে পাচ্ছে না ইসরায়েল

১৯

জ্ঞান ফিরেছে নুরের

২০
X