হবিগঞ্জ শহরে ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। এ সময় কয়েকটি ইজিবাইকও ভাঙচুর করা হয়।
শনিবার (২৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে শহরের শায়েস্তানগরে এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় বিএনপিকে দায়ী করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, শনিবার রাত ৮টার দিকে কয়েকজন যুবক শহরের শায়েস্তানগরে অতর্কিতভাবে ইজিবাইকে হামলা করে ভাঙচুর করে। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হবিগঞ্জ সদর থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, বিএনপির নেতাকর্মীরা এখানে হামলা করে দুটি ইজিবাইক ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যায়। তবে ককটেল বিস্ফোরণ ঘটানোর খবর শোনা যায়নি।
মন্তব্য করুন