জয়পুরহাটের ক্ষেতলালে অবৈধভাবে সরকারি পুকুরের মাটি তুলে বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুল আরা।
জানা যায়, উপজেলার বারইল গ্রামের আমলাপুকুর নামের একটি সরকারি পুকুরে অবৈধভাবে মাটি খনন করে বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছিল। এমন খবরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গেলে মাটি বহনকারী ট্রাক্টরের চালকরা ট্রাক্টর রেখেই পালিয়ে যান। তবে মাটি খননযন্ত্র চালক মো. জলিল শেখকে আটক করতে সক্ষম হন ভ্রাম্যমাণ আদালত। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং একটি মাটি খননযন্ত্র ও তিনটি ট্রাক্টর জব্দ করা হয়। ওই চালক মো. জলিল শেখ পাবনা জেলার আমিনপুর উপজেলার রানীনগর গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুল আরা কালবেলাকে বলেন, তারা অবৈধভাবে সরকারি পুকুর খনন করে মাটি বিক্রি করছিল যা আইনত দণ্ডনীয় অপরাধ। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঘটনাস্থল থেকে এসকাভেটর ও তিনটি ট্রাক্টর জব্দ করা হয়েছে। জব্দ করা খননযন্ত্র স্থানীয় ইউপি চেয়ারম্যানের হেফাজতে রাখা হয়েছে এবং ট্রাক্টর তিনটি থানায় নেওয়া হয়েছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন