পাবনার কাজীরহাট-আরিচা রুটে শনিবার (২৩ ডিসেম্বর) রাত থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিসি। এ ব্যাপারে বিআইডব্লিউটিসি কাজীরহাট ঘাটের সহকারী ব্যবস্থাপক মঞ্জুরুল ইসলাম বলেন, কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল শুরু হবে। এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় কাজীরহাট প্রান্তে নদী পারের অপেক্ষায় আটকা পড়েছে বেশকিছু যানবাহন।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, কাজীরহাট-আরিচা রুটে চারটি ফেরি চলাচল করে। ঘন কুয়াশার কারণে শনিবার রাত ১০টার দিকে যমুনা নদীতে দুটি ফেরি আটকা পড়ে। এর মধ্যে কাজীরহাট ঘাট থেকে আরিচায় যাচ্ছিল বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ফেরি ও আরিচা ঘাট থেকে কাজীরহাট ঘাটে আসছিল বেগম সুফিয়া নামের ফেরি। ফেরি দুটি আটকা পড়লেও কোনো দুর্ঘটনা ঘটেনি। রোববার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রয়েছে।
মন্তব্য করুন