সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক বলেছেন, সাতক্ষীরায় আওয়ামী লীগ এখন মীর মোস্তাক আহমেদ রবির হাত ধরেই শক্তিশালী হয়েছে। সদরে আওয়ামী লীগের অস্তিত্ব রক্ষায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মীর মোস্তাক আহমেদ রবির ঈগল প্রতীক বিজয়ের বিকল্প নেই।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে নির্বাচনী পথসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব এসব কথা বলেন।
এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেন, সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকায় কিছু অতি উৎসাহী লাঙ্গল প্রতীক সমর্থিত আওয়ামী লীগ নেতা কিছু বিষয়ে ভুল ব্যাখ্যা দিচ্ছে। তারা বলছেন, জাতীয় পার্টি নাকি মহাজোট। এটা পুরোপুরি মিথ্যা কথা। জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জি এম কাদের বলছেন, তারা জোট বা মহামজোটের প্রার্থী নয়। শেখ হাসিনা ভার্চুয়ালি নির্বাচনী জনসভায় নৌকার বিজয়ে ভোট চান এবং বলেন, এবারের ভোট উন্মুক্ত। শেখ হাসিনা সিলেটের নির্বাচনী জনসভায় স্বতন্ত্র প্রার্থীদের সভামঞ্চে রেখে ছিলেন। কার কত ভোটের মাঠে জনপ্রিয়তা আছে যাচাই করতে বলেছেন।
বক্তারা আরও বলেন, বাংলাদেশের কোনো উপজেলা বা জেলা নেই যেখানে আওয়ামী লীগের নেতারা জাতীয় পার্টির লাঙ্গলের বিজয়ের জন্য বর্ধিত সভা বা সমর্থন জানিয়ে ভোট চাননি। শুধু সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকায় স্বার্থবাদী ও অতি উৎসাহী কিছু নেতা যারা দলের ক্ষতি চায়, এলাকার উন্নয়ন চায় না তারাই আওয়ামী লীগ ও ঈগল প্রতীকের বিপক্ষে অবস্থান নিয়েছে। সাতক্ষীরা সদরে আওয়ামী লীগের অস্তিত্ব টিকিয়ে রাখকে ঈগল প্রতীকের বিকল্প নেই।
নেতাকর্মীরা বলেন, আওয়ামী লীগ স্বাধীনতার সপক্ষের শক্তি ও উন্নয়নের সরকার। সাতক্ষীরা-২আসনে নৌকা নেই বিধায় দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটাররা ঈগল প্রতীক বিজয়ের লক্ষ্যে নিজ নিজ উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে দিনরাত কাজ করছেন। ঈগল প্রতীকের নিশ্চিত বিজয় দেখে আমাদের দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ওপর বিনা কারণে হামলা করছে। আমরা আচরণবিধি মেনে জনগণের দোয়া ও ভালোবাসায় ঈগল প্রতীকের বিজয় হবেই ইনশাল্লাহ।
এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা যুবলীগের সাবেক আহবায়ক আব্দুল মান্নান, পৌর যুবলীগের আহবায়ক মনোয়ার হোসেন অনু, সদস্য সচিব তুহিনুর রহমান তুহি, সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা যুবলীগের সদস্য অ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, জেলা যুবলীগের সদস্য অ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ, জেলা তাঁতী লীগের সভাপতি কাজী মারুফ, জেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক বিকাশ চন্দ্র দাস, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দিন ঢালী, পৌর যুবলীগের সভাপতি মো. মনোয়ার হোসেন অনু, সাধারণ সম্পাদক এস.এম তুহিনুর রহমান তুহিন, জেলা ছাত্রলীগের সহসভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, সাইদুর রহমান অপু, মহাসীন, ছাত্রলীগ নেতা শেখ মোস্তাফিজুর রহমান শোভন, কাজী সাদিকুজ্জামান দীপ, আজমির হোসেন ফারিব প্রমুখ।
এর আগে বিকেল সাড়ে ৩টায় পৌরসভার ৫নং ওয়ার্ডের চালতেতলা বাগান বাড়ি এলাকায় নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, গত ১০ বছরে সাতক্ষীরা সদরে শেখ হাসিনার সহযোগিতায় ব্যাপক উন্নয়ন হয়েছে। এবার সাতক্ষীরা-২ আসনে নৌকা নেই। আমি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি দুইবারের এমপি। এবার আমার প্রতীক ঈগল পাখি। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আগামী ৭ জানুয়ারি ঈগল প্রতীকে সবাই ভোট দেবেন।
১৯৯১ সালে দেশে সংসদীয় ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথমবারের মতো জামায়াতের শক্ত ঘাঁটি বলে খ্যাত সাতক্ষীরা-২ সদর আসনে ২০১৪ সালে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
মন্তব্য করুন