শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

শরীয়তপুরে আ. লীগ প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন

শরীয়তপুরে দুর্বৃত্তের আগুনে পুড়ে গেছে নির্বাচনী ক্যাম্প। ছবি : কালবেলা
শরীয়তপুরে দুর্বৃত্তের আগুনে পুড়ে গেছে নির্বাচনী ক্যাম্প। ছবি : কালবেলা

শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী একেএম এনামুল হক শামীমের একটি নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) ভোরে উপজেলার ঘড়িসার ইউনিয়নের বাহের কুশিয়া এলাকায় দুর্বৃত্তরা ওই অস্থায়ী ক্যাম্পটিতে আগুন দেয়। আগুনে নৌকা প্রতীকের একটি ব্যানার, ১০টি চেয়ার ও ক্যাম্পটির চারপাশের কাপড় পুড়ে গেছে।

এ ছাড়াও ভুমখাড়া ইউনিয়নের গোড়াগাঁও এলাকায় নৌকা প্রতীকের আরেকটি ক্যাম্পে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি লিটন মোল্যার রাহাপাড়ার বাড়ির সামনে দুটি ককটেল বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের নেতারা।

পুলিশ ও আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, শরীয়তপুর-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। আর স্বতন্ত্র প্রার্থী হয়ে ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করছেন যুবলীগের সভাপতি মন্ডলির সদস্য খালেদ শওকত আলী। এ ছাড়া আরও ৮ জন প্রার্থী আসনটিতে নির্বাচন করছেন। গত ১৯ ডিসেম্বর হতে স্বতন্ত্র ও আওয়ামী লীগ প্রার্থীর ১০ নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের ঘটনা ঘটেছে। সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও ক্যাম্প ভাঙচুরের ঘটনায় নড়িয়া থানায় ৫টি মামলা করা হয়েছে।

নড়িয়া-ঘড়িসার সড়কের বাহিরকুশিয়া এলাকায় সড়কের পাশে নৌকা প্রতীকের একটি অস্থায়ী নির্বাচনী ক্যাম্প স্থাপন করা হয়েছে। কাপড় দিয়ে ক্যাম্পটি নির্মাণ করা হয়েছে। শুক্রবার ভোরের দিকে দুর্বৃত্তরা ওই ক্যাম্পে আগুন ধরিয়ে দেয়। দুর্বৃত্তের দেওয়া আগুনে ক্যাম্পের একটি অংশের কাপড়, নৌকা প্রতীকের ব্যানার ও ১০টি চেয়ার পুড়ে যায়। ওই সময়ে নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ঘড়িসার ইউনিয়নের নৌকা প্রতীকের সমন্বয়ক লিটন মোল্যার রাহাপাড়া গ্রামের বাড়ির সামনে দুটি ককটেল বিস্ফোরন করা হয়। শুক্রবার ভোর রাতে ভুমখারা ইউনিয়নের পোড়াগাঁও এলাকায় নৌকা প্রতীকের আরেকটি নির্বাচনী ক্যাম্পের কাপরে আগুন ধরিয়ে দেয়ার চেষ্টা করা হয়। পরে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলায় ওই ক্যাম্পের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।

নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি লিটন মোল্যা বলেন, আমাকে ভয় দেখাতে আতংক সৃষ্টি করতে আমার বাড়ির সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এবং আমার ইউনিয়নের একটি নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়া হয়েছে। এতে আমরা ভীত নই। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে।

ভুমখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, দুর্বৃত্তরা আমার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে নৌকা প্রতীকের একটি ক্যাম্পে আগুন দেওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়দের সহযোগিতায় কোনো ক্ষয়-ক্ষতি হয়নি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

নড়িয়া থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, হঠাৎ খবর পাই আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী একটি ক্যাম্পে আগুন দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গেই আমি ফোর্সসহ ঘটনাস্থলে যাই। কে বা কারা কী উদ্দেশে এই ঘটনাটি ঘটিয়েছে আমরা তা অনুসন্ধান করছি এবং তদন্ত করছি। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী বিশ্বকাপের জন্য ২১ সদস্যের দল ঘোষণা ব্রাজিলের

‘সহজক্যাশে’ লেনদেনে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

রেড ক্রিসেন্টে চাকরির আবেদন করুন অনলাইনে

মহাসড়কে গাড়ি থামিয়ে সেই ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২

অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ দিচ্ছে আরএফএল

সেভ দ্য চিলড্রেনে চাকরির সুযোগ

ফের মা হতে চলেছেন ভারতী সিং

টিকা থেকে একটি শিশুও যেন বাদ না যায় : স্বাস্থ্য উপদেষ্টা 

কোন রক্তের গ্রুপে স্ট্রোকের ঝুঁকি বেশি, জানুন কী বলছে গবেষণা

ধোপাদিঘিতে মাছ মরে ছড়াচ্ছে দুর্গন্ধ, ওয়াকওয়ে বন্ধ ঘোষণা

১০

জামায়াত আমিরের সঙ্গে ঢাকার আবাসিক সমন্বয়কারীর সাক্ষাৎ

১১

চ্যাটজিপিটিতে নতুন ফিচার চালু

১২

যমুনায় হুহু করে বাড়ছে পানি, দুশ্চিন্তায় চরের কৃষক

১৩

মশার কয়েলের বিকল্প বের করলেন খুবি শিক্ষার্থীরা

১৪

ভারত-পাকিস্তান ম্যাচে রানআউট বিতর্কে যা বলল ক্রিকেট আইনপ্রণেতা সংস্থা

১৫

সুষ্ঠু নির্বাচনকে জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছি : সিইসি

১৬

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১১ জেলায় ঝড়বৃষ্টির আভাস

১৭

বাংলাদেশে কর্মসংস্থান কমায় বিশ্বব্যাংকের উদ্বেগ

১৮

সাংবাদিক হায়াত উদ্দিন হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

১৯

সড়কে আছড়ে পড়ল হেলিকপ্টার, সবার অবস্থা আশঙ্কাজনক

২০
X