মৌলভীবাজার-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমানের নির্বাচনী জনসভা মৌলভীবাজারের নাজিরাবাদ ইউনিয়নের গোবিন্দপুর বাজারে অনুষ্ঠিত হয়েছে। এ সময় এই জনসভায় যোগ দেন এই ইউনিয়নের হাজারো মানুষ।
শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজার সদর উপজেলার গোবিন্দপুর বাজারে এই জনসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান।
এ সময় তিনি বলেন, নাজিরাবাদ ইউনিয়নের কৃষি আবাদ বৃদ্ধির জন্য অন্ধ মনু নদী খনন করা প্রয়োজন। সিপির কারখানার পরিবেশ দূষণ বন্ধ করতে হবে। দুঘর শ্রীমতি উচ্চ বিদ্যালয় ও আটঘর উচ্চ বিদ্যালয়ে আধুনিক ভবন নির্মাণ করব। এই ইউনিয়নের সকল ভাঙা রাস্তা পাকাকরণ হবে। গোবিন্দপুর বাজারে একটি দুতালা বাজার ভবন নির্মাণ করা হবে। এ ছাড়া এই ইউনিয়ন নিয়ে আমার টিম কাজ করছে, কোথায় কি লাগবে আমরা দেখব।
সভায় আরও বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সুয়েব, নাজিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. জহির মিয়া, সাধারণ সম্পাদক শাহ আব্দুল কাইয়ূম (শিশু) প্রমুখ।
মন্তব্য করুন