ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের স্বতন্ত্র (কাঁচি) প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিক।
রোববার (৩১ ডিসেম্বর) সকাল থেকে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নে গ্রামবাংলার ঐতিহ্য রিকশায় চড়ে ও পায়ে হেঁটে বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের প্রত্যাশার কথা শুনে ভোট চান স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান মানিক।
পছন্দের প্রার্থীকে কাছ থেকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন সাধারণ ভোটাররা। ভোটারদের কেউ কেউ অভিযোগ করে বলেন, বিগত দিনে কোনো দিন এভাবে কোনো এমপি বা এমপি প্রার্থী আমাদের বাড়িতে এভাবে ভোট চাইতে আসেনি। কখনো নিজের চোখে সরাসরি এ আসনের এমপি বা কোনো প্রার্থীকেও দেখিনি। অথচ আজ মানিক সাহেব নিজে পায়ে হেঁটে আমাদের বাড়িতে চলে এসেছেন। আমরাও মন খুলে নিজেদের চাওয়া পাওয়া ও প্রত্যাশার কথা বলতে পেরেছি। এমন একজন জনপ্রতিনিধি আমাদের প্রয়োজন বলেও জানান তারা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ও নোয়াখালী জেলা আ.লীগের সাবেক সহসভাপতি স্বতন্ত্র এ প্রার্থীর সাথে ছিলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি শিহাব উদ্দিন, ইউপি সদস্য আনোয়ার, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক আব্দুল আহাদ (পুলার) সহআ.লীগ যুবলীগ, ছাত্রলীগ ও সাধারণ মানুষজন উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন