রাজবাড়ী-২ আসনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টির অভিযোগ করেছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক। রোববার (৩১ ডিসেম্বর) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু কায়সার খানের কাছে লিখিতভাবে এ অভিযোগ করেন তিনি।
অভিযোগে স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক বলেন, নির্বাচনে প্রচার শুরু হওয়ার পর থেকে আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। কিন্তু একটি পক্ষ নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য নানাভাবে পাঁয়তারা করছে। তারা প্রতিনিয়ত আমার কর্মীদের ওপর হামলা, হুমকি-ধমকি দিচ্ছে। প্রচারে বাধা দিচ্ছে। যা শান্তিপূর্ণ নির্বাচনের অন্তরায়। এরই ধারাবাহিকতায় শনিবার (৩০ ডিসেম্বর) আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের গাংবথুনদিয়া গ্রামে আমার প্রধান নির্বাচনী ক্যাম্পের অদূরে একশ গজের মধ্যে মৃগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিনের নেতৃত্বে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে আমার কর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে ভয়ভীতির সৃষ্টি হয়।
তিনি আরও বলেন, এই দুষ্কর্মের সঙ্গে আরও রয়েছেন মাজবাড়ি ইউনিয়নের বাসিন্দা জেলা পরিষদের সদস্য ইউসুফ মেম্বারের ছেলে সোহেল ও রাসেল, মাঝবাড়ির চরকুলটিয়া গ্রামের আরজু, মৃগী ইউনিয়নের যুবলীগ নেতা দাউদসহ বেশ কয়েকজন।
তিনি আরও অভিযোগ করেন, একই দিন মৃগী ইউনিয়নের নেয়ামতপুর মোড়ে আমার প্রচার মাইকের চালক মো. কলমকে মারধর করা হয়। এসব অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
মন্তব্য করুন