মেঘনা নদীতে পণ্যবাহী জাহাজের সঙ্গে সংঘর্ষে ঢাকা থেকে বরিশালগামী এমভি সুন্দরবন-১৬ লঞ্চ ক্ষতিগ্রস্ত হয়েছে। এমভি মার্কেন্টাইল-৩ নামক পণ্যবাহী জাহাজের আঘাতে সুন্দরবন লঞ্চের ভিআইপি কেবিন, ক্যানটিন, ডেকের মাঝ সিঁড়ি দুমড়ে-মুচড়ে গেছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে।
এমভি সুন্দরবন-১৬-এর চালক মো. শাহিন শুক্রবার (৫ জানুয়ারি) সকালে বলেন, মেঘনায় মধ্যরাতে দুর্ঘটনাকবলিত লঞ্চটিতে পানি ঢুকে যাওয়ায় নোঙর করে রাখা হয়েছে। যাত্রীদের একাংশ সুন্দরবন ১৫-তে নেওয়া হয়েছে। অন্যদের উদ্ধার করে সুন্দরবন-১৪ লঞ্চে তোলা হচ্ছে। লঞ্চটিতে ৮০০ যাত্রী ছিল।
তিনি আরও বলেন, বারবার মালবাহী জাহাজকে সতর্ক করা হলেও দ্রুতগতিতে সেটি এসে তাদের লঞ্চের মাঝ বরাবর আঘাত করে। কুয়াশায় দিক হারিয়ে এ দুর্ঘটনায় দুই যাত্রী আহত হয়েছেন। তাতে জাহাজের সিঁড়ি, ভিআইপি কেবিন, হ্যাচকাভার ক্ষতিগ্রস্ত হয়েছে।
চালক মো. শাহিন বলেন, এক নারী নিখোঁজ রয়েছেন বলে তার পরিবার দাবি করেছে। তবে তারা এর সত্যতা পাননি। তিনি মনে করেন, ওই নারী হয়তো উদ্ধারকারী কোনো লঞ্চে উঠে গেছেন।
ওই লঞ্চের একাধিক যাত্রী বলেন, রাত পৌনে ১টার দিকে মেঘনায় হঠাৎ বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চিৎকার করতে থাকেন যাত্রীরা। লঞ্চের ভেতরে ঢুকে যায় আরেকটি জাহাজ। লঞ্চের মধ্যে পানি ঢোকা শুরু করলে দ্রুত চাঁদপুরের একটি চরে তুলে দেওয়া হয়। যাত্রীরা বলেন, চরে সারা রাত কষ্ট ভোগ করতে হয়েছে তাদের।
এ ব্যাপারে জানতে চাইলে বরিশাল নৌবন্দর কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, মালবাহী জাহাজের ধাক্কায় সুন্দরবন লঞ্চটির তলা ফেটে পানি উঠে গেছে। তাৎক্ষণিকভাবে এটি দ্রুত চরে ঠেকিয়ে দেওয়া হয়। সুন্দরবন-১৬-এর যাত্রীদের তাতে অনেক কষ্ট পোহাতে হয়। অন্য দুটি লঞ্চ যাত্রীদের নিরাপদে নিয়ে আসছে।
মন্তব্য করুন