দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের সকল প্রস্তুতি প্রায় শেষ করেছে স্থানীয় প্রশাসন। এরই মধ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার ভোটকেন্দ্রের পরিবেশ বিবেচনা করে ৫৩টি ভোটকেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ (অতি গুরুত্বপূর্ণ) ভোটকেন্দ্র হিসেবে বিবেচনা করেছে পুলিশ প্রশাসন।
এ ছাড়াও সাধারণ ভোটকেন্দ্র রয়েছে ১৬টি। এ উপজেলায় ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলে মোট ভোটকেন্দ্র রয়েছে ৬৯টি। ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের নিজ নিজ এলাকার ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রদানের লক্ষ্যে কাজ করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
শুক্রবার (৫ জানুয়ারি) বিকেলে পুলিশের এক কর্মকর্তা কালবেলাকে ঝুঁকিপূর্ণ (অতি গুরুত্বপূর্ণ) ভোটকেন্দ্রের বিষয়টি নিশ্চিত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের ওই কর্মকর্তা বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের পরিবেশ ও পারিপার্শ্বিক অবস্থার কথা বিবেচনা করে উপজেলার ৬৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৩টি ভোটকেন্দ্র অতিগুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়েছে।
উপজেলার ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোর মধ্যে রয়েছে- বালিঘাটা ইউনিয়নে ৪টি, আয়মারসুলপুর ইউনিয়নে ৫টি, ধরঞ্জী ইউনিয়নে ৬টি, বাগজানা ইউনিয়নে ৫টি, আটাপুর ইউনিয়নে ৫টি, মোহাম্মদপুর ইউনিয়নে ৬টি, আওলাই ইউনিয়নে ৯টি কুসুম্বা ইউনিয়নে ৭টি ও পৌরসভায় ৫টি ভোটকেন্দ্রে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে।
মন্তব্য করুন