বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০৮:১৭ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় স্বতন্ত্র প্রার্থীর ৪ নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দেওয়ার অভিযোগ

বগুড়া জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
বগুড়া জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে এক স্বতন্ত্র প্রার্থীর ৪টি নির্বাচনী ক্যাম্প আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ করা হয়েছে। ট্রাক প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বগুড়া জেলা বিএনপির সাবেক নেত্রী বিউটি বেগম অভিযোগ করেছেন লাঙ্গল প্রতীকের প্রার্থীর সমর্থকরা এই অগ্নিসংযোগ করে।

শিবগঞ্জ উপজেলার পৌর এলাকার সব্দলদীঘি, আটমূল ইউনিয়নের আতাহার গ্রাম, কিচক ইউনিয়ন পরিষদের সামনে এবং মাঝিহট্ট ইউনিয়নের মাসিমপুর চালুঞ্জাতে অবস্থিত ট্রাক প্রতীকের নির্বাচনী ক্যাম্পগুলো পুড়িয়ে দেওয়া হয়।

সব্দলদীঘিতে ট্রাক প্রতীকের ক্যাম্পের দায়িত্ব থাকা কামরুজ্জামান জানান, শুক্রবার রাত ১২টা পর্যন্ত তারা ক্যাম্পেই ছিলেন। এরপর বাড়িতে চলে যান। ভোরে লোকজন ফজরের নামাজের জন্য মসজিদে যাওয়ার পথে ক্যাম্পে আগুন জ্বলতে দেখে। পরে মুসল্লিরাই সেই আগুন নিভিয়ে ফেলে। ওই ক্যাম্পের পাশে একটি পেট্রল ভরা বোতলও পাওয়া যায় বলে তিনি জানান। একইভাবে রাত ১২টা পর থেকে ভোর পর্যন্ত চারটি ক্যাম্পে অগ্নিসংযোগের অভিযোগ করা হয়েছে।

বিউটি বেগম অভিযোগ করে বলেন, লাঙ্গল প্রতীকের নির্বাচন সমন্বয়ের দায়িত্বে থাকা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজুর নির্দেশেই এসব করা হয়েছে। এ কারণে রিজুসহ প্রত্যেকটি ঘটনায় ২০ থেকে ২৫ জনের নাম উল্লেখ করে শিবগঞ্জ থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

যোগাযোগ করা হলে শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু বলেন, ‘ভোট যেন উৎসবমুখর পরিবেশে না হয় এবং ভোটার উপস্থিতি যেন কম হয় এ কারণে পরিকল্পিতভাবে তারাই এসব করছে। এসব অপকর্ম করে তারা লাঙ্গলের বিজয় ঠেকাতে পারবে না।’

যোগাযোগ করা হলে শিবগঞ্জ থানার ওসি আব্দুর রউফ বলেন, ‘কিচক ও মাঝিহট্টে এমন ঘটনার বিষয় শুনেছি, তবে থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে অবশ্যই বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘শেষবারের মতো আমার ছেলের মুখটা দেখতে চাই’

দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড়-বৃষ্টির আভাস

০৮ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১২ দল ও সমমনা জোটের সঙ্গে গণতন্ত্র মঞ্চের বৈঠক

১৭১ রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠাল বিজিবি

গ্রুপ ক্যাপ্টেন (অব.) খালেদ হোসাইনের নেতৃত্বে নতুন সদস্যদের গণসংহতি আন্দোলনে যোগদান

গাজীপুরে প্রবাসী বিএনপি নেতা পারভেজের প্রার্থিতা ঘোষণা

রোহিঙ্গা ক্যাম্পে ইমাম প্রশিক্ষণ দেবে তুরস্কের দিয়ানাত ফাউন্ডেশন

স্বপ্নদ্রষ্টার হাত ধরে ল্যাবএইড এআইয়ের উদ্বোধন

১০

মতবিনিময় সভায় যুব নেতারা / জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হতে হবে

১১

দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে উদ্বেগ ঐক্য পরিষদের 

১২

মিয়ানমারে বৌদ্ধদের উৎসবে জান্তার বিমান হামলায় নিহত ৪০

১৩

আ.লীগের কর্মী-সমর্থকদের জন্য কেঁদে কেঁদে দোয়া করলেন হাদি

১৪

তারেক রহমানের সাক্ষাৎকারে ভুল উদ্ধৃতি সংশোধনের আহ্বান টিআইবির

১৫

‘আবরারের স্মৃতিস্তম্ভ নিয়ে অনেকের গাত্রদাহ দেখেছি’

১৬

সৌন্দর্যবর্ধনে সাভার উপজেলা প্রশাসনের নানা উদ্যোগ

১৭

ছেলের দায়ের করা মামলায় বাবাসহ তিনজনের মৃত্যুদণ্ড

১৮

ভুয়া ফেসবুক আইডি থেকে কোরআন অবমাননা, সিএমপির জরুরি সতর্কবার্তা

১৯

জাতীয়করণ নিয়ে বেসরকারি শিক্ষকদের প্রতি তারেক রহমানের বার্তা

২০
X