উত্তরের জেলা দিনাজপুরের হিলিতে আলীহাট ইউনিয়নের রিকাবি গ্রামে ১০টি খড়ের গাদায় একযোগে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৫ জানুয়ারি) রাত ১০টার দিকে একসঙ্গে আগুন লাগিয়ে পালিয়ে যায় তারা। খবর পেয়ে হাকিমপুর (হিলি) ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ঘোড়াঘাট ও নবাবগঞ্জ উপজেলা থেকে আরও দুটি ইউনিট অংশগ্রহণ করে। তিনটি ইউনিট প্রায় দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও অল্পের জন্য রক্ষা পায় গ্রামের ঘরবাড়িগুলো।
হাকিমপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ মিজানুর রহমান বলেন, নাশকতা ঘটাতেই দুষ্কৃতকারীরা গ্রামের ১০টি খড়ের গাদায় একযোগে আগুন লাগিয়ে পালিয়ে যায়। হাকিমপুরসহ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
হাকিমপুর থানার ওসি দুলাল হোসেন বলেন, আলিহাট ইউনিয়নের রিকাবি গ্রামে দুর্বৃত্তরা খড়ের গাদায় আগুন দিয়েছে। এমন সংবাদে ফায়ার সার্ভিসসহ থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শত্রুতামূলকভাবেই আগুন দিয়েছে দুর্বৃত্তরা। দুই বছর আগেও একই ব্যক্তির খড়ের গাদায় আগুন লাগে। আমরা তদন্ত করছি।
মন্তব্য করুন