সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও অভিযোগ ছাড়াই বিপুল ভোটের ব্যবধানে টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ১ লাখ ২৬ হাজার ৯৯৫ ভোট পেয়ে বিশাল ব্যবধানে নির্বাচিত হন। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য শাহীনুর পাশা চৌধুরী (সোনালি আঁশ) প্রতীকে মাত্র চার হাজার ভোট পান। এম এ মান্নান নৌকা প্রতীকে ৮৯ কেন্দ্রের জগন্নাথপুর উপজেলার বেসরকারি ফলাফলে পান ৬০ হাজার ৭৮৭ ভোট। জগন্নাথপুর উপজেলায় ৩২ দশমিক ৩৬ শতাংশ ভোট প্রয়োগ হয়।
শান্তিগঞ্জ উপজেলার ৫৬ কেন্দ্রের বেসরকারি ফলাফলে পরিকল্পনামন্ত্রী পান ৬৬ হাজার ২০৯ ভোট। প্রতিদ্বন্দ্বী তৃণমূল বিএনপি প্রার্থী সাবেক সংসদ সদস্য শাহীনুর পাশা চৌধুরী সোনালি আঁশ প্রতীকে জগন্নাথপুর উপজেলায় পান ২ হাজার ৩১৯ ভোট। শান্তিগঞ্জ উপজেলায় পান ১ হাজার ৭৭৬ ভোট। শান্তিগঞ্জ উপজেলায় ৪৮.৭৭ শতাংশ ভোট প্রয়োগ হয়।
এসব তথ্য নিশ্চিত করে সহকারী রিটার্নিং কর্মকর্তা জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম বলেন, নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। আমাদের কাছে কোনো প্রার্থী অনিয়মের অভিযোগ করেননি।
এদিকে সোমবার (৮ জানুয়ারি) বেলা ১১টায় জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে মতবিনিময় করেন।
নির্বাচনে জয়ের পর প্রতিক্রিয়ায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, এ বিজয় ভোট বিরোধীদের বিরুদ্ধে উন্নয়নের পক্ষে মানুষের রায়। তিনি উন্নয়ন পক্ষে নৌকায় আস্থা রাখায় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। বিশেষ করে নির্বাচনী এলাকার জনগণকে তিনি কৃতজ্ঞতা জানান।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সিদ্দিক আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন প্রমুখ।
মন্তব্য করুন