লোহাগড়া  (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

মাশরাফীকে মন্ত্রিসভায় দেখতে চান নড়াইলবাসী

মাশরাফী বিন মুর্তজা। পুরোনো ছবি
মাশরাফী বিন মুর্তজা। পুরোনো ছবি

নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মুর্তজা দ্বিতীয়বারের মতো বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। বিজয়ের খবরের পর রাত থেকে বিভিন্ন স্থান থেকে ফুলেল শুভেচ্ছা জানান বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, বিতরণ করা হয় মিষ্টি। আর এর সঙ্গে সঙ্গেই নড়াইলবাসী দীর্ঘদিনের দাবি মাশরাফী বিন মুর্তজাকে মন্ত্রী হিসেবে দেখতে চান তারা।

জানা গেছে, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্তু নড়াইল জেলায় কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হয়নি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মাশরাফী বিন মুর্তজা ২ লাখ ৭১ হাজার ২১০ ভোট পেয়ে নির্বাচিত হন। এলাকার উন্নয়নে কাজ করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে পুনরায় মনোনয়ন দেওয়া হয়। আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফী বিন মুর্তজা দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। গত ২৪ ডিসেম্বর ভোটের মাঠে এসে মাত্র ১৪ দিনে নির্বাচনী এলাকার প্রতিটি এলাকা চষে বেড়ান। ভোটারও তাদের কথা রেখে তাকে বিপুল ভেটে বিজয়ী করেন।

প্রকাশিত ফলে মাশরাফী বিন মুর্তজা পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ১০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান। তিনি পেয়ছেন মাত্র ৪ হাজর ৪১ ভোট। ১ লাখ ৮৫ হাজার ৬১ ভোটের ব্যবধানে বিজয়ী হন মাশরাফী বিন মুর্তজা।

লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন বলেন, মাশরাফী দেশের ক্রিকেটের একজন সফল ক্যাপ্টেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল- ২ আসনে এমপি হওয়ার পর থেকে এলাকায় অভূতপূর্ব উন্নয়নমূলক কাজ হয়েছে। যেটি স্বাধীনতার পর কোনো এমপি করে দেখাতে পারেনি। এজন্য আমরা আমাদের মানবিক এমপি মাশরাফীকে এবার মন্ত্রী হিসেবে দেখতে চাই।

দিঘলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিন বলেন, সংসদ সদস্য মাশরাফী বিগত পাঁচ বছরে এলাকার ব্যাপক উন্নয়ন হয়েছে। মাশরাফীকে মন্ত্রিত্ব দিলে নড়াইলসহ সারা দেশে উন্নয়নের ধারা আরও গতি পাবে।

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন আলম বলেন, নড়াইলের মাটি আওয়ামী লীগের ঘাঁটি। এখানকার মানুষ কখনো নৌকার বিরুদ্ধে যায়নি। প্রধানমন্ত্রীর কাছে নড়াইলবাসীর দাবি, একজন সৎ, যোগ্য, ন্যায়বান ব্যক্তি মাশরাফী বিন মুর্তজা এমপিকে মন্ত্রী হিসেবে দেখতে চায়। আশা করছি প্রধানমন্ত্রী নড়াইলবাসীর চাওয়ার প্রতি সম্মান দেখিয়ে মাশরাফীকে মন্ত্রিত্ব দেবেন।

লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাসেদ হাসান বলেন, মাশরাফী আমাদের প্রাণ, আমাদের আবেগ। আমরা এবার মাশরাফীকে মন্ত্রী হিসেবে দেখতে চাই।

বিজয়ী হয়ে মাশরাফী নড়াইলবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, মন্ত্রিত্ব দেওয়া না দেওয়া প্রধানমন্ত্রীর বিষয়। আমি সংসদ সদস্য ছিলাম। নতুন করে জনগণ পুনরায় নির্বাচিত করেছে। তাদের জন্য কাজ করতে চাই, যাতে নড়াইলের মানুষ ভালো থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাওকীরের নতুন সিনেমা ‘দেলুপি’

ইয়াবা বিক্রিতে বাধা, বাবার সামনে ছেলে খুন

যুদ্ধবিরতি চুক্তি সইয়ের পরও গাজায় হামলা, কারণ কী?

জবির সমাজকর্ম বিভাগে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

দীর্ঘ ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ

শান্তিচুক্তির পর টেলিফোনে নেতানিয়াহুকে যা বললেন ট্রাম্প

গুরুতর অসুস্থ স্পর্শিয়া, চাইলেন দোয়া

টাইফয়েড টিকা নিয়ে গুজব থেকে সতর্ক থাকার আহ্বান

১৪০ আসনে প্রার্থী ঘোষণা গণতন্ত্র মঞ্চের

সর্বকালের সেরা পাঁচ অলরাউন্ডার বেছে নিলেন সিকান্দার রাজা

১০

খুলনায় প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১১

বন্দরের অরক্ষিত হাউসে প্রাণ গেল শিশুর

১২

এআই দিয়ে অশ্লীল ছবি বানানোর অভিযোগে কলেজছাত্র বহিষ্কার

১৩

সিরাজগঞ্জে ভটভটির ধাক্কায় শিশুসহ দুজন নিহত

১৪

মাঝরাতে প্রেমিককে ডেকে এনে ভয়াবহ কাণ্ড ঘটালেন গৃহবধূ

১৫

টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিংয়ে যবিপ্রবির চমক

১৬

সারা দেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৭

‘ঋণ শোধ করার আগেই ভাই দুনিয়া থেকে চলে গেল’

১৮

সড়কে নিজ মোটরসাইকেলের পাশে পড়ে ছিল মঞ্জুর মরদেহ

১৯

আমীর খসরু / যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে, তা নিয়েই এগিয়ে যেতে হবে

২০
X