লক্ষ্মীপুরের রামগঞ্জে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আওরঙ্গজেব বাবলুকে (৪৮) আটক করেছে পুলিশ। বাবলু পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কলচমা গ্রামের কাসেম মাস্টার বাড়ির বাসিন্দা। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে সোনাপুর বাজারে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে তাকে আটক করা হয়।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান কালবেলাকে জানান, নাশকতার মামলায় আওরঙ্গজেব বাবলুকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলায় আরও কয়েকজনকে এর আগে গ্রেপ্তার করা হয়।
মন্তব্য করুন