কুমিল্লা চকবাজার কাশারী পট্টি থেকে মো. আসিফ (১০) নামের এক শিশু তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। মো. আসিফ চট্টগ্রামের ফটিকছড়ির দাঁতমারা গ্রামের জিয়াউল হকের ছেলে। সে কুমিল্লা চকবাজার ফেইসবুক শাহী চটপটি অ্যান্ড বিরানি হাউসে তার চাচা মো. মাসুম (৪২) এর দোকানে বয়ের কাজ করত। এ বিষয়ে চাচা মো. মাসুম বাদী হয়ে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, আমার কোতোয়ালি মডেল থানাধীন চকবাজার কাশারিয়াপট্টিতে একটি চটপটি ও বিরিয়ানির দোকান আছে। আসিফ আমার দোকানে গত ৮-৯ মাস যাবৎ কর্মচারী হিসেবে চাকরি করে আসছে। আমি আসিফকে সরল মনে বিশ্বাস করে প্রতিনিয়ত আমার দোকানের দায়িত্ব দিয়ে নামাজ আদায় করতে মসজিদে যাই।
প্রতিদিনের মতো গত ১২ জানুয়ারি বেলা দেড়টার দিকে আমি তাকে দোকান থেকে ৩শ টাকা দিয়ে ওয়ান টাইম প্যাকেট ক্রয় করার জন্য পাঠাই। আমি নামাজ আদায় করতে মসজিদে গেলে দোকান থেকে সে পালিয়ে যায়। পরবর্তীতে আমি দোকানে ফিরে এসে আসিফ এর কোনো খোঁজ না পেয়ে নিরুপায় হয়ে আশপাশের লোকজনদের সাথে আলাপ-আলোচনা করি। তার পিতা-মাতাসহ পরিবারের লোকদের জানাই। পরে থানায় লিখিত অভিযোগ দায়ের করি।
মো. মাসুম বলেন, লিখিত অভিযোগ দায়ের করার পর আজ পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে কুমিল্লার কোতোয়ালি মডেল থানা অথবা আসিফের নানাবাড়ি ফেনীর দাগনভূঞা থানায় যোগাযোগ করার অনুরোধ জানান।
মো. আসিফের পিতা জিয়াউল হক জানান, স্ত্রীর সাথে তার আরও কয়েক বছর আগে ডিভোর্স হয়ে যায়। ছেলে আসিফ তার মায়ের কাছে নানাবাড়িতে ফেনীর দাগনভূঞার রাজাপুর ইউনিয়নের কোরাইশ মুন্সিতে থাকত। কয়েক মাস আগে আমার ভাইয়ের দোকানে তার মা কাজ করার জন্য পাঠায়। ওখান থেকে ছেলে কোনো দিকে চলে যায়।
মন্তব্য করুন