আবু জাফর মোহাম্মদ সালেহ, লালমাই (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

লালমাই পাহাড়ে আলো ছড়াচ্ছে ‘জাপানি স্কুল’

মজুমদার ওয়ান ড্রপ প্রাইমারি স্কুলের একটি শ্রেণিতে পাঠদান করছেন শিক্ষক। ছবি : কালবেলা
মজুমদার ওয়ান ড্রপ প্রাইমারি স্কুলের একটি শ্রেণিতে পাঠদান করছেন শিক্ষক। ছবি : কালবেলা

কুমিল্লার লালমাই পাহাড়ের বড় একটি এলাকায় পাহাড়ি শিশুদের শিক্ষার তেমন কোনো প্রতিষ্ঠান না থাকায় অকালেই ঝরে যায় সেসব এলাকার পাহাড়ি শিশুরা। সেসব শিশুদের জন্য ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা হয়েছে ‌‘মজুমদার ওয়ান ড্রপ প্রাইমারি স্কুল’। যা জাপানি স্কুল হিসেবে জেলাজুড়ে পরিচিতি লাভ করেছে।

স্কুলটিতে বাঙালি সংস্কৃতির বলয়ে, বাংলা অক্ষর ও শব্দসহ বাঙালি সিলেবাসে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। জাপানি অক্ষর কিংবা শিক্ষাব্যবস্থা কোনো ছিটেফোটাও নেই, তবুও স্কুলটি জাপানি স্কুল হিসেবে খ্যাতি পেয়েছে।

লালমাই পাহাড়ের বুকে শিক্ষার আলো ছড়ানো স্কুলটি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বারোপাড়া ইউনিয়নের বড় ধর্মপুর এলাকায়। কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক চারলেন সড়কের রতনপুর থেকে পশ্চিম দিকে ২ কিলোমিটার পথ। লালমাটির পাহাড়ের বুকে এ যেন এক মনোযোগ আকর্ষণ করা ব্যতিক্রমী শিক্ষাপ্রতিষ্ঠান। যা প্রতিষ্ঠা হয়েছিল ২০১৬ সালে।

স্কুলটি জাপানি স্কুল হিসেবে পরিচিতির রহস্য হলো- স্কুলটি নির্মাণ করেন মূলত তোশিকো অনিশি নামের একজন জাপানি নাগরিক ও তার বন্ধুরা। তিনি জাপানের একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। তারিকুল ইসলাম মজুমদার নামের এক বাঙালির সাথে বন্ধুত্ব তার। একবার তিনিসহ বেশ কয়েকজন জাপানি কুমিল্লায় আসেন তারিকুল ইসলাম মজুমদারের আমন্ত্রণে। পাহাড়ি এলাকায় শিক্ষাবঞ্চিত শিশুদের কথা ভেবে তারিকুল ইসলাম মজুমদারের প্রস্তাবে তোশিকো অনিশিসহ বেশ কয়েকজন জাপানি স্কুলটি নির্মাণ করেন। শুধু স্কুল নির্মাণই নয়। এখানে অধ্যয়নরত শিক্ষার্থীদের শিক্ষার যাবতীয় খরচ, দুপুরের খাবার, বিশুদ্ধ পানি, খেলনার সামগ্রী, শিক্ষকদের বেতনভাতাসহ যাবতীয় খরচ বহন করেন জাপানিজরা। স্কুলটিতে মাসে প্রায় ৭০-৮০ হাজার টাকা খরচ হয় তাদের। আনুষঙ্গিক খরচ জমিদাতা তারিকুল ইসলাম মজুমদার বহন করেন। জাপানিরা প্রতি বছর স্কুলটি পরিদর্শনে আসেন। স্কুলে এসে শিক্ষার্থীদের সঙ্গে দিনভর খেলাধুলা, আড্ডা দেওয়াসহ সারা দিন সময় কাটান।

স্কুল শিক্ষার্থীদের কলম, পেন্সিল, খাতা, স্কুল ড্রেস ও খেলনাসমাগ্রীসহ যাবতীয় খরচ স্কুল কর্তৃপক্ষ বহন করে থাকে। শুধু তাই নয়, প্রতিদিন বেলা সাড়ে ১১টার দিকে এসব শিক্ষার্থীদের গরম ভাত, বাহারি তরকারি আর মাছ-মাংস দিয়ে খাওয়ানো হয় দুপুরের খাবার। তবে তাদের পাঠ্যবই দেওয়া হয় সরকারিভাবে। বই ছাড়া যাবতীয় সব শিক্ষা উপকরণ দেওয়া হয় স্কুল থেকেই। স্কুলটিতে বিনামূল্যেই পড়তে পারেন শিক্ষার্থীরা।

নিরাপত্তার জন্য স্কুলটির চারপাশে সীমানায় সাপ যেন আসতে না পারে সেজন্য তৈরি করা হয়েছে প্লাস্টিকের তৈরি বিশেষ এক প্রাচীর। যা স্কুলের সীমানায় সাপ প্রবেশ রোধ করছে। মনোরম পরিবেশে, সবুজ পাহাড়ের বুকে ৩ তলা ভবনে গড়া হয় স্কুলটি। প্রতিটি শ্রেণির জন্য আলাদা শ্রেণিকক্ষ, শিক্ষার্থীদের বসার জন্য বিশেষভাবে তৈরি প্লাস্টিকের বেঞ্চ-টেবিল। প্রতিটি শিক্ষার্থীর জন্য নজর কাড়া ইউনিফর্ম। তবে ইউনিফর্মটি সম্পূর্ণ ব্যতিক্রম। ছেলেদের জন্য সাদা শার্টের বুকে একটি লাল সূর্য আর সবুজ রঙের ফুলপ্যান্ট। মেয়েদের জন্য সাদা জামা, লাল স্কার্ফ আর সবুজ পাজামা।

স্কুল কর্তৃপক্ষের সূত্র মতে, ইউনিফর্মটিতে জাপান এবং বাংলাদেশের প্রতীক তুলে ধরা হয়েছে। জাপানের পতাকার রং সাদা তার বুকে লাল সূর্য, বাংলাদেশের পতাকা সবুজের বুকে একটি জ্বলন্ত লাল সূর্য। দুটো দেশের সার্বভৌমত্বের পতাকার আদলে ইউনিফর্মটি তৈরি করা হয়েছে। শিক্ষার্থীদের খাবার রান্নার জন্য দুজন বাবুর্চি রয়েছেন। সপ্তাহের বিভিন্ন দিনে তারা ভিন্ন ভিন্ন স্বাদের তরকারি রান্না করে গরম ভাতের সাথে পরিবেশন করেন শিক্ষার্থীদের। স্কুলটি এখানে হওয়াতে আশপাশের ছেলেমেয়েরা শিক্ষা নিতে পারছে।

এমন মহৎ উদ্যোগ নিয়ে এলাকায় ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে স্কুলের উদ্যাক্তা প্রতিষ্ঠাতা তারিকুল ইসলাম মজুমদার। সেই সাথে জাপানি অর্থায়নে চলা এই স্কুলটি থেকে অনেক পথ শিশু ও গরিব মেধাবীরা পড়ার সুযোগ পাচ্ছে। এলাকায় স্কুলটির ব্যাপক সুনাম রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে গ্রামে বসবাস করলেই মিলবে ২৭ লাখ টাকা!

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ

‘শাপলা চত্বর হত্যাকাণ্ডের শহীদ পরিবারকে সহযোগিতা করবে সরকার’

অসুস্থ বিএনপি নেতা ডা. রফিকের খোঁজ নিতে বাসায় জোনায়েদ সাকি

আফগানদের কাছে নাস্তানাবুদ হয়ে বাংলাদেশের সিরিজ হার

যুক্তরাষ্ট্রে ফুটবল ম্যাচ শেষে এলোপাতাড়ি গুলি, নিহত ৪

চট্টগ্রামে কনসার্টে গোলাগুলি, গুলিবিদ্ধ ১

চিহ্নিত ব্যক্তির দায় প্রতিষ্ঠানের ওপর দেওয়া উচিত নয় : বিএনপি

জবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইমন-সোহান

এনসিপির ‘পলিসি ও রিসার্চ উইং’ গঠন, দায়িত্ব পেলেন যারা

১০

নড়াইলে সাংবাদিকদের মিলনমেলা

১১

‘তিন মাসের মধ্যে ৬ লেনের কাজ দৃশ্যমান হবে’

১২

শাবিপ্রবির ২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ বাতিলের সিদ্ধান্ত

১৩

ওমরজাইয়ের বোলিং তোপে বিপদে বাংলাদেশ

১৪

প্রবীণদের পাশে আমাদের দাঁড়াতে হবে : টুকু

১৫

শুধু বক্তব্যে নয়, বাস্তব কর্মযজ্ঞের মাধ্যমে বিএনপি মানুষের পাশে রয়েছে : আনোয়ারুজ্জামান

১৬

গুম-খুনে জড়িতদের সঙ্গে আপস নেই : আখতার হোসেন

১৭

বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান দুলুর

১৮

বন্যপ্রাণী সংরক্ষণে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার

১৯

গুম-দুর্নীতি বন্ধে ধানের শীষে ভোট দিন : আশিক

২০
X