এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকায় প্রতিহিংসার শিকার ও গৃহবন্দি হয়েছেন বলে অভিযোগ করেছেন লালমনিরহাট পাটগ্রামের এক শ্রমিক লীগ নেতা। সোমবার (১৫ জানুয়ারি) উপজেলার বুড়িমারী ইউনিয়নের খিরা আজার বাড়ি এলাকায় নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক লীগ বুড়িমারী স্থলবন্দর শাখার সভাপতি সাজ্জাদ হোসেন।
লিখিত বক্তব্যে সাজ্জাদ বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনাবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য আতাউর রহমান। ভোটে তিনি হেরে গেছেন। তার পক্ষে কাজ করায় ভোটের পরদিন থেকে বিজয়ী নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেনের অনুসারীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছি। তারা বুড়িমারী স্থলবন্দরে শ্রমিকদের কার্যালয় দখল ও আমাকে হত্যার চেষ্টা করছে।
নানা অনিয়মের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত করেছে, সেই সরদাররাই নির্বাচনী সহিংসতাকে হাতিয়ার করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে। আমাকে গৃহবন্দি করা হয়েছে। বাড়ি থেকে বের হওয়ায় রাস্তায় অস্ত্রধারী সন্ত্রাসী পাহারায় থাকে। বের হলেই আমাকে খুন করা হতে পারে। প্রশাসনের সহায়তা চেয়েও হতাশ হয়েছি। এ অবস্থায় যে কোনো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হতে পারে বুড়িমারী স্থলবন্দরের লোড-আনলোড কার্যক্রম।
বুড়িমারী স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরদার আবদুল মান্নান বলেন, সাজ্জাদের সঙ্গে সরদারদের কোনো দ্বন্দ্ব নেই বরং শ্রমিক লীগে পদ দেওয়ার কথা বলে অনেকের কাছ থেকে টাকা নেওয়ায় বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এ পদ বাণিজ্যের কারণে সাধারণ শ্রমিকরা সাজ্জাদের কার্যালয়ে যান, উচ্চবাচ্য করেন। এটি ভবন মালিকের পছন্দ না হওয়ায় তিনি সেখানে তালা দিয়েছেন। এখানে রাজনীতির কিছু নেই।
এ বিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ বলেন, সেরকম কোনো ঘটনা ঘটেনি তবে সাজ্জাদের বিরুদ্ধে শ্রমিকদের সমিতির টাকা আত্মসাদের অভিযোগে শ্রমিকদের পক্ষে একজন লিখিত অভিযোগ দিয়েছে।
মন্তব্য করুন