বগুড়ার ধুনট শহরে পাকা সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে ঠিকাদার, প্রকৌশলী ও মেয়রের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
খোঁজ নিয়ে জানা গেছে, বিশ্বব্যাংকের অর্থায়নে ধুনট শহরের ফলপট্টি থেকে থানা মোড় পর্যন্ত ১ হাজার ৫০০ মিটার পাকা সড়কটির সংস্কারকাজ ৩ দিন আগে শেষ হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৭৬ লাখ ৯৬ হাজার ১৬৭ টাকা। সংস্কারকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে। এমন অভিযোগে সংস্কারকাজের ঠিকাদার, প্রকৌশলী ও মেয়রের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ বিষয়ে ধুনট পৌরসভার উপসহকারী প্রকৌশলী সাজেদী হক বলেন, অসাবধানতাবসত সড়কের কিছু স্থানে নিম্নমানের বিটুমিন ব্যবহার করা হয়েছে। সেই স্থানগুলোতে একটু সমস্যা দেখা দিয়েছে। তবে ঠিকাদারকে সংস্কারকাজের বিল দেওয়া হয়নি। পুরো রাস্তার কাজ পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ওই কর্মসূচিতে বক্তব্য রাখেন, ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান ও পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল করিম জুয়েল। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন