২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় বরিশাল শিক্ষা বোর্ডের ৪১ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।
তিনি জানান, বরিশাল শিক্ষা বোর্ডের শৃঙ্খলা কমিটির ৪০তম সভার সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধের ধরন ও প্রকৃতি অনুযায়ী দোষী সাব্যস্ত করে ক খ ও গ শ্রেণিভুক্ত করে শাস্তি দেওয়া হয়েছে। এর মধ্যে ৩৩ জন ক ৭ জন খ এবং একজন গ শ্রেণির শাস্তির আওতায় এসেছেন।
ক শ্রেণিভুক্ত ৩৩ জনের ২০২৩ সালের পরীক্ষা বাতিল করা হয়েছে। রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে তারা ২০২৪ সালের পরীক্ষায় অংশ নিতে পারবেন। খ শ্রেণিভুক্ত দোষী সাব্যস্ত হওয়া ৭ জনের ২০২৩ সালের পরীক্ষা বাতিল করা হয়েছে। তারা ২০২৪ সালের পরীক্ষাতেও অংশগ্রহণ করতে পারবেন না। তবে রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে ২০২৫ সালের পরীক্ষায় অংশ নিতে পারবেন তারা। গ শ্রেণিভুক্ত দোষী সাব্যস্ত একজন পরীক্ষার্থীর ২০২৩ সালের পরীক্ষা বাতিল করা হয়েছে। তিনি ২০২৪ ও ২০২৫ সালের পরীক্ষায় অংশ নিতে পারবেন না। রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে তিনি ২০২৬ সালের পরীক্ষায় অংশ নিতে পারবেন।
মন্তব্য করুন