চাঁদপুরের মতলব দক্ষিণে সামাজিক সংগঠন অনির্বাণ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এতিম ও অসচ্ছল মাদ্রাসা শিক্ষার্থী, রিকশাচালক ও ছিন্নমূল পথচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গত কয়েকদিনে সংগঠনটি রাজধানী ঢাকাসহ, চাঁদপুর ও কুমিল্লার বিভিন্ন এতিমখানা, অসচ্ছল মাদ্রাসা শিক্ষার্থী, রিকশাচালক ও ছিন্নমূল পথচারীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে।
শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় তিন ধাপে ঢাকার মিরপুর-১২ এলাকার দারুল রাশাদ মাদ্রাসা ও এতিমখানা, মতলব দক্ষিণের নারায়ণপুর পৌরসভার কালিকাপুর, গোবিন্দপুর, সারপাড়, বাড়ৈগাঁও, নারায়ণপুর বাজারের রিকশাচালক এবং একই অঞ্চলের ৬টি ও কুমিল্লা জেলার ১টিসহ মোট ৭টি মাদ্রাসা এবং এতিমখানার ছাত্র, ছিন্নমূল পথচারী (নারী ও শিশু), অসচ্ছল পরিবারের মাঝে কম্বল ও রিকশাচালকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের সভাপতি শাহিন হোসেন বলেন, শীতবস্ত্র বিতরণ শুধু অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। তাই প্রতিবছরের মতো এ বছরও আমরা ৩টি ধাপে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি।
শীতবস্ত্র বিতরণের সময় ফাউন্ডেশনের উপদেষ্টা কার্যনির্বাহী পরিষদের সদস্য ইব্রাহিম পাটোয়ারী, রবিউল ইসলাম রবি, কাউছার আলম পান্না, দক্ষিণ পূর্ব-এশিয়া শাখার সাধারণ সম্পাদক সজিব প্রধান, কার্যকরী কমিটির সিনিয়র সহসভাপতি ইয়াকুব হোসেন, সহসভাপতি সুজন প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক রমিজ পাটোয়ারী ও কাইয়ুম রানা, অর্থ সম্পাদক পারভেজ মারুফ, সহ-অর্থ সম্পাদক জিসান প্রধান, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ইব্রাহীম মুহাম্মদ ও দপ্তর সম্পাদক নুর মোহাম্মদ মামুনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন