চায়ের রাজধানী হিসেবে পরিচিত শ্রীমঙ্গলে তাপমাত্রা নেমেছে ১১.৬ ডিগ্রিতে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা বেড়েই চলেছে। শৈত্যপ্রবাহের কারণে এ তীব্রতা আরও বাড়ছে। প্রতিদিন দুপুরের পর এখানে রোদের দেখা পেলেও সন্ধ্যার পর থেকে হিম বাতাস বইতে শুরু করে। গত এক সপ্তাহ ধরে এ তাপমাত্রা উঠানামা চলছে। জনজীবনের সঙ্গে প্রাণিকুলেও পড়েছে এর প্রভাব। কুয়াশার চাদরে ঢেকে থাকে বিস্তীর্ণ জনপদ। গত এক সপ্তাহ থেকে সূযের তেমন ভালোভাবে দেখা মেলেনি। উপজেলায় বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়া, কাশি, শ্বাসকষ্টসহ শীতজনিত নানা রোগ।
সোমবার (২২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে এখানের তাপমাত্রা রেকর্ড করা হয় ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। বেশ কয়েকদিন যাবৎ তাপমাত্রা ওঠানামা করছে। উপজেলায় দিনরাত বইছে হিমেল হাওয়া। জেঁকে বসেছে ঘন কুয়াশা।
শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া মধু বলেন, ইতোমধ্যে পৌরসভার ৯টি ওয়ার্ডের গরিব অসহায় মানুষের মাঝে ৫ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু তালেব বলেন, শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এ পর্যন্ত ৫ হাজার ৫০০ কম্বল বিতরণ করা হয়েছে। আরও চাহিদাপত্র পাঠানো হয়েছে। এ ছাড়া উপজেলা অফিসার ক্লাব ও বিভিন্ন সংগঠন থেকে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।
মন্তব্য করুন