মাঝারি শৈত্যপ্রবাহে পঞ্চগড়ের তেঁতুলিয়ার তাপমাত্রা ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। হাড় কাঁপানো কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে এখানকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর তিন ঘণ্টা আগে ভোর ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
জেলার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেল শাহ্ তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল সোমবার ২২ জানুয়ারি সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
এদিকে তাপমাত্রার অবনতি আর কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রাতে ও সকালে দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেল শাহ্ বলেন, তেঁতুলিয়ায় ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। গত কয়েক দিন ধরে এখানে তীব্র শীত অনুভূত হচ্ছে। হিমালয়ের নিকটবর্তী হওয়ায় এখানে শীতের তীব্রতা একটু বেশি। এই সময়টাতে তাপমাত্রাও নিচে নেমে আসে। তাপমাত্রা আরও কমার আশঙ্কা রয়েছে।
মন্তব্য করুন