টাঙ্গাইলে তাপমাত্রা আরও কমেছে। জেলায় চলতি বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি)। এ দিন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এতে কনকনে ঠান্ডায় জবুথবু বাসিন্দারা। বন্ধ ঘোষণা করা হয়েছে জেলার সব প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান।
এদিকে শীতের কারণে অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না। আবার কেউ কেউ গরম পোশাক পরে বাধ্য হয়ে তাদের গন্তব্যে যাচ্ছেন। আবার অনেককে বাড়ির আঙিনায় আগুন জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে। তীব্র কুয়াশা এবং হিমেল হাওয়ার কারণে জনজীবন বিপর্যন্ত হয়ে পড়েছে। এদিকে শীতের কারণে শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন শিশু ও বয়স্করা।
টাঙ্গাইল আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ জামাল উদ্দিন বলেন, দিন দিন টাঙ্গাইলের তাপমাত্রা কমছে। আগামী কয়েক দিন তাপমাত্রা এ অবস্থায় থাকবে।
জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা বলেন, জেলায় তাপমাত্রা কম থাকায় আজ মঙ্গলবার শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান বন্ধ ।
তিনি আরও বলেন, আমি প্রতিদিন তাপমাত্রা সম্পর্কে খোঁজ নেই। এরপরও আবহাওয়া পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এ ব্যাপারে জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম বলেন, আজ মঙ্গলবার জেলার সব প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে কলেজ পর্যায়ের শিক্ষা কার্যক্রম চলবে।
মন্তব্য করুন