রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ০৫:৩৫ পিএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

নাশকতা রোধে ২৪ ট্রেনে বসছে সিসি ক্যামেরা

ট্রেনে বসছে সিসি ক্যামেরা। ছবি : সংগৃহীত
ট্রেনে বসছে সিসি ক্যামেরা। ছবি : সংগৃহীত

যাত্রীবাহী বিভিন্ন ট্রেনে বেশ কয়েকটি নাশকতার ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের ২৪টি ট্রেনে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। নাশকতা এড়াতে রেলের এমন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন যাত্রীরা।

জানা যায়, রাজশাহী রেলস্টেশন থেকে প্রতিদিন গড়ে পঞ্চাশ হাজার যাত্রী নিয়ে ৩৭ জোড়া ট্রেন দেশের বিভিন্ন প্রান্তে চলাচল করে। এসব ট্রেন ও তার যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পশ্চিমাঞ্চল রেলওয়ে ঢাকাগামী ১৬টিসহ মোট ২৪টি ট্রেনে সিসি ক্যামেরা বসাচ্ছে। এর আগে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভিন্ন ট্রেনে সিসি ক্যামেরা লাগানো শুরু হয়েছে। গত ১০ জানুয়ারি থেকে এই কাজ শুরু হয়। পূর্বাঞ্চলের সিসি ক্যামেরা লাগানোর কাজ শেষ হলে পশ্চিমাঞ্চল রেলওয়ের ট্রেনগুলোতে লাগানো হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজশাহী পশ্চিমাঞ্চলে ট্রেনের বগি লাইনচ্যুত, ট্রেনের ভেতর জীবন্ত মানুষকে পুড়িয়ে মারাসহ নানা নাশকতার ঘটনায় নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ। এরইমধ্যে ঢাকাগামী ১৬টি, ৬টি আন্তঃনগর ও রূপসা-সীমান্তসহ ২৪টি ট্রেনকে আনা হচ্ছে সিসিটিভি ক্যামেরার আওতায়। কোচগুলোর ভেতরে সিসি ক্যামেরা থাকলেও এবার ট্রেনের বাইরে স্থাপন করা হবে ক্যামেরা। এর ফলে ট্রেনসহ নিশ্চিত করা হবে যাত্রীর নিরাপত্তা।

এ বিষয়ে রেল কর্মকর্তারা জানান, সিসি ক্যামেরা বসানো হলে সার্বিক নিরাপত্তাসহ ট্রেনের শৃঙ্খলা ফিরে আসবে বলে আশা করা হচ্ছে। আর আইনশৃঙ্খলা বাহিনী জানায়, এর ফলে কমবে নাশকতা। সেইসঙ্গে কেউ নাশকতার চেষ্টা করলে দ্রুত চিহ্নিত করার পাশাপাশি আইনের আওতায় আনা সম্ভব হবে।

রাজশাহী থেকে খুলনাগামী রূপসা ট্রেনের যাত্রী আহসান হাবিব বলেন, ট্রেনে সাম্প্রতিক কিছু নাশকতার ঘটনায় মনের মধ্যে ভীতি কাজ করছিল। কর্তৃপক্ষের সিসি ক্যামেরা লাগানোর সিদ্ধান্তে যাত্রী হিসেবে এখন নিরাপত্তাবোধ করছি।

রাজশাহী থেকে ঢাকগামী ট্রেনের যাত্রী আলাল উদ্দিন বলেন, সিসি ক্যামেরার ফলে নাশকতার আর কোনো ভয় থাকবে না। ধরা পড়ার ভয়ে এখন কেউ নাশকতার চেষ্টা করবে না। আমাদের জন্য উপকারী হবে এই সিসি ক্যামেরা।

পশ্চিমাঞ্চল রেল কর্মকর্তারা বলছেন, এর ফলে শুধু যাত্রীরা নিরাপদ হবেন না বরং ট্রেনের বাইরে এবং ভেতরে থাকা রেল সদস্যরাও আসবেন নজরদারির আওতায়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, ট্রেনের যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যান দেখে এবং সেই প্রতিবেদনটা দেওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তবে ঢাকাগামী ১৬টি ট্রেন ও রূপসা-সীমান্তসহ সর্বমোট ১৮টি ট্রেনে প্রাথমিকভাবে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।

পাকশী রেলওয়ে পুলিশের সুপার শাহাব উদ্দিন বলেন, সিসি ক্যামেরা স্থাপনের ফলে ট্রেনের ভেতরে ও বাইরে কোনো ধরনের সমস্যা হবে না। জনবলের স্বল্পতা থাকলেও আমরা যাত্রী এবং ট্রেনের নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, নিরাপত্তার ক্ষেত্রে কোনো ছাড় নয়। তাই ট্রেন এবং যাত্রী উভয়ের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রিটিশ আমেরিকান রিসোর্স সেন্টারে চাকরির সুযোগ

বালু লুটে বিপর্যয়ের মুখে হাওরাঞ্চলের কৃষি ও পরিবেশ

চমক রেখে প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা

নিয়োগ দিচ্ছে আগোরা

বাগদান সারলেন বিজয়-রাশমিকা!

কেন মৌকে দেখে পালিয়ে যান পরীমণি?

ঘুমের মধ্যে পায়ের রগে টান কেন পড়ে, কোনো রোগের লক্ষণ নয়তো

শিগগির শুরু হবে ঢাকা-পাবনা রেল চলাচল

জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেলেন ৮ জন

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১১

সেনাবাহিনীকে গাজায় অভিযান থামাতে বলল ইসরায়েল

১২

ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

১৩

যশোরে চিকিৎসাধীন বিএনপি নেতার মৃত্যু

১৪

আমিরাতে লটারিতে ৬৬ কোটি টাকা জিতলেন প্রবাসী হারুন

১৫

আকাশপ্রেমীদের জন্য এ মাসে দারুণ খবর

১৬

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৭

এসএসসি পাসেই চাকরি দিচ্ছে বসুন্ধরা গ্রুপ

১৮

৪ অক্টোবর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X