রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ০৫:৩৫ পিএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

নাশকতা রোধে ২৪ ট্রেনে বসছে সিসি ক্যামেরা

ট্রেনে বসছে সিসি ক্যামেরা। ছবি : সংগৃহীত
ট্রেনে বসছে সিসি ক্যামেরা। ছবি : সংগৃহীত

যাত্রীবাহী বিভিন্ন ট্রেনে বেশ কয়েকটি নাশকতার ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের ২৪টি ট্রেনে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। নাশকতা এড়াতে রেলের এমন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন যাত্রীরা।

জানা যায়, রাজশাহী রেলস্টেশন থেকে প্রতিদিন গড়ে পঞ্চাশ হাজার যাত্রী নিয়ে ৩৭ জোড়া ট্রেন দেশের বিভিন্ন প্রান্তে চলাচল করে। এসব ট্রেন ও তার যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পশ্চিমাঞ্চল রেলওয়ে ঢাকাগামী ১৬টিসহ মোট ২৪টি ট্রেনে সিসি ক্যামেরা বসাচ্ছে। এর আগে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভিন্ন ট্রেনে সিসি ক্যামেরা লাগানো শুরু হয়েছে। গত ১০ জানুয়ারি থেকে এই কাজ শুরু হয়। পূর্বাঞ্চলের সিসি ক্যামেরা লাগানোর কাজ শেষ হলে পশ্চিমাঞ্চল রেলওয়ের ট্রেনগুলোতে লাগানো হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজশাহী পশ্চিমাঞ্চলে ট্রেনের বগি লাইনচ্যুত, ট্রেনের ভেতর জীবন্ত মানুষকে পুড়িয়ে মারাসহ নানা নাশকতার ঘটনায় নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ। এরইমধ্যে ঢাকাগামী ১৬টি, ৬টি আন্তঃনগর ও রূপসা-সীমান্তসহ ২৪টি ট্রেনকে আনা হচ্ছে সিসিটিভি ক্যামেরার আওতায়। কোচগুলোর ভেতরে সিসি ক্যামেরা থাকলেও এবার ট্রেনের বাইরে স্থাপন করা হবে ক্যামেরা। এর ফলে ট্রেনসহ নিশ্চিত করা হবে যাত্রীর নিরাপত্তা।

এ বিষয়ে রেল কর্মকর্তারা জানান, সিসি ক্যামেরা বসানো হলে সার্বিক নিরাপত্তাসহ ট্রেনের শৃঙ্খলা ফিরে আসবে বলে আশা করা হচ্ছে। আর আইনশৃঙ্খলা বাহিনী জানায়, এর ফলে কমবে নাশকতা। সেইসঙ্গে কেউ নাশকতার চেষ্টা করলে দ্রুত চিহ্নিত করার পাশাপাশি আইনের আওতায় আনা সম্ভব হবে।

রাজশাহী থেকে খুলনাগামী রূপসা ট্রেনের যাত্রী আহসান হাবিব বলেন, ট্রেনে সাম্প্রতিক কিছু নাশকতার ঘটনায় মনের মধ্যে ভীতি কাজ করছিল। কর্তৃপক্ষের সিসি ক্যামেরা লাগানোর সিদ্ধান্তে যাত্রী হিসেবে এখন নিরাপত্তাবোধ করছি।

রাজশাহী থেকে ঢাকগামী ট্রেনের যাত্রী আলাল উদ্দিন বলেন, সিসি ক্যামেরার ফলে নাশকতার আর কোনো ভয় থাকবে না। ধরা পড়ার ভয়ে এখন কেউ নাশকতার চেষ্টা করবে না। আমাদের জন্য উপকারী হবে এই সিসি ক্যামেরা।

পশ্চিমাঞ্চল রেল কর্মকর্তারা বলছেন, এর ফলে শুধু যাত্রীরা নিরাপদ হবেন না বরং ট্রেনের বাইরে এবং ভেতরে থাকা রেল সদস্যরাও আসবেন নজরদারির আওতায়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, ট্রেনের যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যান দেখে এবং সেই প্রতিবেদনটা দেওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তবে ঢাকাগামী ১৬টি ট্রেন ও রূপসা-সীমান্তসহ সর্বমোট ১৮টি ট্রেনে প্রাথমিকভাবে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।

পাকশী রেলওয়ে পুলিশের সুপার শাহাব উদ্দিন বলেন, সিসি ক্যামেরা স্থাপনের ফলে ট্রেনের ভেতরে ও বাইরে কোনো ধরনের সমস্যা হবে না। জনবলের স্বল্পতা থাকলেও আমরা যাত্রী এবং ট্রেনের নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, নিরাপত্তার ক্ষেত্রে কোনো ছাড় নয়। তাই ট্রেন এবং যাত্রী উভয়ের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ পার হলেই খাদ্যাভ্যাস বদলানো জরুরি, জানুন কেন

র‍্যাব সদস্য হত্যার পর প্রকাশ্যে হুমকি শীর্ষ সন্ত্রাসী ইয়াছিনের

পুরান ঢাকার সমস্যার স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি ইশরাকের

স্কটল্যান্ডকে যে ‘কৌশলে’ বিশ্বকাপ থেকে বাদ করল পাকিস্তান

রাবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

বিএনপিই একমাত্র বাংলাদেশের পক্ষের শক্তি : সালাহউদ্দিন আহমদ

নেতাকর্মীরা দুঃসময়েও পালায়নি, সামনেও পালাবে না : জামায়াত আমির

সিরিয়া থেকে হাজার হাজার বন্দিকে নতুন গন্তব্যে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আবেদনময়ী রূপে জয়া

আজ নায়করাজ রাজ্জাকের জন্মদিন

১০

এনসিপির এক শীর্ষ নেতাকে দল থেকে অব্যাহতি

১১

কমানোর ঘোষণার এক দিন পর স্বর্ণের দামে বড় লাফ

১২

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ম্যুরালের পুনর্নির্মাণ কাজ শুরু

১৩

পাকিস্তানকে পেয়ে এভাবেই প্রতিশোধ নিল বাংলাদেশ!

১৪

চাঁদপুর-৪ আসনে নির্বাচনী সমন্বয়ক যুবদলের তারেকুর

১৫

বর্ণাঢ্য আয়োজনে ইডেনে ‘বাণী অর্চনা’ অনুষ্ঠিত

১৬

শুক্রবার স্বর্ণের দামে নতুন রেকর্ড

১৭

আবুধাবিতে রাশিয়া-ইউক্রেন-যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় বৈঠক আজ

১৮

নিউজিল্যান্ডে দুই কিশোরসহ ছয়জন নিখোঁজ

১৯

সুপার সিক্সের সমীকরণের ম্যাচে বোলিংয়ে বাংলাদেশ

২০
X