রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১১ পিএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১৯ পিএম
অনলাইন সংস্করণ

স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, স্বাস্থ্যসেবা ব্যাহত

৩১ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের ১০০ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে নেই ৩২ জনই। ছবি : কালবেলা
৩১ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের ১০০ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে নেই ৩২ জনই। ছবি : কালবেলা

চিকিৎসক নেই, নেই পর্যাপ্ত নার্সসহ কর্মচারী। অকেজো অবস্থায় পড়ে আছে ৪০ বছর আগের কেনা একমাত্র এক্স-রে মেশিনটিও। এ অবস্থায় কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে রাজিবপুর উপজেলার বিভিন্ন চরের প্রায় লক্ষাধিক মানুষ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত হলেও এখন পর্যন্ত ৫০ শয্যার জনবল নিয়োগের অনুমোদনই পাওয়া যায়নি। ৩১ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের জনবল দিয়েই কোনোমতে দেওয়া হচ্ছে চিকিৎসাসেবা। অথচ ৩১ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের ১০০ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যেই নেই ৩২ জন।

এরমধ্যে একজন ডেন্টাল সার্জন, একজন মেডিকেল অফিসার ও চারজন জুনিয়র কনসালটেন্ট থাকার কথা থাকলেও নেই একজনও। একজন হোমিওপ্যাথি ডাক্তার থাকলেও নেই তার কোনো সহযোগী। ঘাটতি রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট, কম্পাউন্ডার ও নার্সেরও। দুজন মেডিকেল অফিসার, একজন আরএমও ও একজন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার থাকলেও তাদের বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ।

মেডিকেল অফিসাররা নামে মাত্র উপস্থিত থাকলেও দিনের অধিকাংশ সময়ই তাদের পাওয়া যাচ্ছে না হাসপাতালে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারের ক্ষেত্রে এ চিত্র আরও ভয়াবহ। মাসের বেশিরভাগ দিনই অনুপস্থিত থাকছেন প্রশিক্ষণের কথা বলে।

কুড়িগ্রাম জেলা থেকে ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন হওয়ার কারণে এ অঞ্চলের মানুষ রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবা না পেয়ে বাধ্য হয়ে পার্শ্ববর্তী জামালপুর জেলায় চলে যাচ্ছে। এতে করে গরিব অসহায় মানুষগুলোর চিকিৎসাসেবা পেতে অনেক কষ্ট হচ্ছে। অনেক সময় রোগী যাত্রাপথেই মারা যাচ্ছে।

রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা কোদালকাটি চরের বাসিন্দা জয়নাল আবেদীন বলেন, এখানে এলে সময়মতো ডাক্তার পাওয়া যায় না।কোনো টেস্ট দিলে বাইরে থেকে করাতে হয়। তাই আমরা বাধ্য হয়ে জামালপুর যাই। কিন্তু সেখানে যেতে অনেক সময় লাগে আবার খরচও অনেক বেশি।

মোহনগঞ্জের বড়বের চর থেকে আসা বাবলু মিয়া বলেন, আমার বউয়ের ডেলিভারি কেস নিয়ে এসেছিলাম রাজিবপুর হাসপাতালে। কিন্তু এখানে যে অবস্থা বাধ্য হয়ে রৌমারী হাসপাতালে নিয়ে যাচ্ছি।

রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জনবল সংকট ও এমন বেহাল অবস্থা নিয়ে কথা হয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার সরোয়ার জাহানের সঙ্গে।

তিনি বলেন, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে এখানে কোনো ডাক্তার থাকতে চান না। মাত্র চারজন চিকিৎসক ও সামান্য কিছু কর্মচারী দিয়ে ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল চালাতে আমাদের অনেক কষ্ট হচ্ছে। তবে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিসিবির নিয়ন্ত্রণ হারানো ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাতিল

জেলেনস্কির টার্গেট তুরস্ক, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড

শিক্ষকের ওপর হামলা, ক্লাস বর্জন করে বিক্ষোভ

‘আপনাকে গভীরভাবে অনুভব করি প্রতি পদে পদে’

এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে প্রচার, শিক্ষা বোর্ডের বক্তব্য

হাসারাঙ্গাকে ছাড়াই শ্রীলঙ্কা দল ঘোষণা

ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের টাকা নিয়ে উধাও সমাজসেবা কর্মকর্তা

সিলেটে সাদাপাথর লুট / গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে স্থানীয় প্রশাসনের দ্বিমত

আমাদের আদর্শগত শত্রু বিজেপি, বললেন থালাপতি বিজয়

১০

৩৮ বছরের শিক্ষকতা শেষে অশ্রুসিক্ত ভালোবাসায় প্রধান শিক্ষককে বিদায়

১১

পাঠ্যবইয়ে শেখ হাসিনার নাম হবে গণহত্যাকারী : আসিফ মাহমুদ

১২

নির্বাচনে বিএনপির বিজয় ঠেকাতে নানা চেষ্টা চলছে : তারেক রহমান

১৩

নারী চ্যাম্পিয়ন্স লিগে পাঁচ বাংলাদেশি ফুটবলার

১৪

অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

১৫

রিজার্ভ বেড়ে ৩০.৮৫ বিলিয়ন ডলারে

১৬

জাকসু নির্বাচন, ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ নিয়ে আসছে ছাত্রশিবির

১৭

ঢাকঢোল পিটিয়ে বেদখলে থাকা জমি উদ্ধার 

১৮

‘আর একটা পাথর সরানো হলে জীবন ঝালাপালা করে দেব’

১৯

আমাদের দাবি না মানলে নির্বাচন হবে না : জামায়াতের সহকারী সেক্রেটারি

২০
X