সৈয়দ মো. আবুল কালাম, চকরিয়া (কক্সবাজার)
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

চকরিয়ায় অবকাঠামো উন্নয়নে গ্রামীণ জনপদের চিত্র পাল্টে গেছে

বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের চকরিয়া উপজেলার অবকাঠামো উন্নয়নে পাল্টে গেছে গ্রামীণ জনপদের চিত্র। ছবি : কালবেলা
বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের চকরিয়া উপজেলার অবকাঠামো উন্নয়নে পাল্টে গেছে গ্রামীণ জনপদের চিত্র। ছবি : কালবেলা

বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের চকরিয়া উপজেলার অবকাঠামো উন্নয়নে গ্রামীণ জনপদের আগের চিত্র পাল্টে গেছে। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে গৃহীত প্রকল্পের কাজ বাস্তবায়ন হওয়ায় এলাকার যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে। যার কারণে সাধারাণ জনগণ এর সুফল পেতে শুরু করেছেন। ইতোমধ্যে উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী এবং নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফখরুল ইসলাম এলাকা পরিদর্শন করেছেন।

বর্ষাকালে দফায় দফায় ভয়াবহ বন্যার কারণে গ্রামীণ জনপদের রাস্তাঘাট সেতু-কালভার্ট ভেঙে লন্ডভন্ড হয়ে গেলে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পাড়ে। এতে এলাকার মানুষ দুর্ভোগে পড়ে। বর্তমান সরকারের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ, উন্নয়ন, পুনঃনির্মাণ ও সংস্কারের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, কাবিখা কর্মসূচির আওতায় এলাকার অবকাঠামো বাস্তবায়নে হাত দেয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, গতবছরের ভয়াবহ বন্যায় চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের রাস্তাঘাট, কালভার্ট ও স্কুল মাদ্রাসার ব্যাপক ক্ষতি হয়েছে। দীর্ঘদিন ধরে অর্থের অভাবে ক্ষতিগ্রস্ত সড়কগুলোর মেরামত করা সম্ভব হয়নি। সড়ক মেরামত না হওয়ায় হাটাচলা করতে পারেনি স্থানীয় এলাকাবাসী। ফাঁসিয়াখালীর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ১টি সড়কের মেরামত ও ১টি সড়কের গাইডওয়াল নির্মাণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় চলতি ২০২৩-২৪ অর্থবছরে বিশেষ প্রকল্পের আওতায় কাবিটা কর্মসূচির আওতায় ১ কোটি ১০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। জানা যায়, ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ছড়ারকুল ইছহাক মৌলভীর বাড়ি থেকে কোলালপাড়া পর্যন্ত রাস্তার পুনঃনির্মাণ, দক্ষিণ ছড়ারকুল ঝড়ঝড়ি ব্রিজ থেকে ওয়াজ উদ্দিনের বাড়ি পর্যন্ত রাস্তা পুনঃনির্মাণ, ৯নং ওয়ার্ড দক্ষিণ ছড়ারকুল ফরিদের দোকানের কাছে ৪০ মিটার, ৯নং ওয়ার্ড ছড়ারকুল ইছহাক মৌলভীর বাড়ি সংলগ্ন ৪০মিটার, ৮নং ওয়ার্ড কাচারীপাড়া আনোয়ার হোসেনের বাড়ি সংলগ্ন ৪০ মিটার গাইডওয়াল নির্মাণ করতে সংশ্লিষ্ট প্রকৌশলী এলাকা পরিদর্শন করেন। পরে যাচাইবাছাই করে প্রকল্পের অনুমোদন দেন। এ প্রকল্পের জন্য গত বছরের ২৩ সেপ্টেম্বর ১ কোটি ১০ লাখ টাকা বরাদ্দ দেন। তার মধ্যে মাটির রাস্তার কাজের জন্য ৫৩,৯৯,১৯৯ টাকা এবং বিগত বন্যায় রাস্তার ক্ষতিগ্রস্ত অংশে গাইডওয়াল নির্মাণের জন্য ৫৬,০০,৮০১ টাকা বরাদ্দ করা হয়। বরাদ্দ পেয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কঠোর তদারকিতে প্রকল্পের কাজ সময়ের মধ্যে শতভাগ কাজ সম্পন্ন হয়েছে। মাটির রাস্তার কাজ সম্পন্ন হয়েছে ২১০০ মিটার দৈর্ঘ্য এবং গাইড ওয়ালের কাজ সম্পন্ন হয়েছে ১৭০ মিটার দৈর্ঘ্য।

স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় ফাঁসিয়াখালী ইউনিয়নের রাস্তা-ঘাট, গাইড ওয়াল নির্মাণ ও ব্যাপক উন্নয়ন বাস্তবায়নে গ্রামীণ জনপদের দৃশ্যপট বদলে গেছে। এর আগে এসব রাস্তায় পা বাড়ানোই ছিল দুঃস্বপ্ন, সেখানে আবারও ছুটে চলছে ভ্যানসহ ছোট ছোট সব ধরনের যানবাহন। যাতায়াতে এসেছে আমূল পরিবর্তন। রাস্তা সংস্কারের ফলেও পাল্টে যাচ্ছে গ্রামীণ যোগাযোগব্যবস্থা ও জীবনযাত্রার মান।

সরেজমিনে ফাঁসিয়াখালীর বিভিন্ন ওয়ার্ডের বাস্তবায়ন করা প্রকল্পগুলো ঘুরে এমন চিত্র দেখা গেছে। চকরিয়া উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়মিত নজরদারির মাধ্যমে এসব উন্নয়ন কাজ বাস্তবায়ন হওয়ায় বদলে যেতে শুরু করেছে এলাকাবাসীর জীবন-জীবিকার মান। গত বছরের ভয়াবহ বন্যায় ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের রাস্তাঘাট, কালভার্ট, স্কুল ও মাদ্রাসার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দীর্ঘদিন বরাদ্দের অভাবে এসব রাস্তাঘাট সংস্কার বা নির্মাণ করা সম্ভব হয়নি। ফলে এ অঞ্চলের মানুষের দুর্ভোগে শেষ ছিল না। বর্তমান জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের আন্তরিকতায় এই এলাকার রাস্তাঘাট ও গাইডওয়াল নির্মাণ করায় সুফল পাচ্ছেন জনসাধারণের পাশাপাশি ও স্থানীয় কৃষকরা। কৃষকের উৎপাদিত শীতকালীন সবজি দ্রুত সময়ের মধ্যে বাজারে নিতে পারছেন। তাদের কৃষিপণ্য বিক্রি করে উচ্চমূল্য পাচ্ছেন বলে জানান একাধিক কৃষক। এ ছাড়াও স্কুলগামী শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে সহজেই যাতায়াত করতে পারছে। ফলে ফাঁসিয়াখালী ইউনিয়নের অর্ধ লাখ মানুষের জীবনমান বদলে যাচ্ছে।

দক্ষিণ ছড়ারকুলের বাসিন্দা শাহাজাহান ড্রাইভার জানান, তার এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তাটি সংষ্কারের অভাবে হাঁটাচলা কঠিন ছিল। বর্ষার মধ্যে আরও বেশি সমস্যা ছিল। এখন রাস্তাটি মেরামত হওয়াতে দ্রুত সময়ে যোগাযোগ করতে পারছি।

স্থানীয় ছড়ারকূলের বাসিন্দা কবিরাজ নাজেম উদ্দীন, ভাঙ্গারপাড়ার বাসিন্দা নুরল আবছার ও ফরিদুল আলম জানান, গতবছর বন্যার কারণে রাস্তাঘাটগুলো সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছিল। এলাকার জনগণ রাস্তা দিয়ে যাতায়ত করতে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। সম্প্রতি রাস্তাটি মেরামতের কারণে সকলের জীবনযাত্রা মান পরিবর্তন হয়েছে। এলাকার ছেলেমেয়েদের স্কুলে যাতায়াতও নিশ্চিত হয়েছে।

ফাঁসিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী জানান, গতবছর ভয়াবহ বন্যায় তার ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের রাস্তাঘাটগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সাধারণ মানুষের যাতায়তে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ পেয়ে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো সংষ্কার করা হয়েছে।

তিনি আরও বলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নজরধারীতে যেভাবে রাস্তা উন্নয়ন কাজ হচ্ছে, সেটা অব্যাহত থাকলে দ্রুত লাঘব হবে গ্রামীণ দুর্ভোগ। আর গ্রামীণ অর্থনীতিতে আসবে আমূল পরিবর্তন। চকরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হাসনাত সরকার জানান, গতবছর বন্যায় ফাঁসিয়াখালী ইউনিয়নে রাস্তাগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো সংস্কার করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বরাদ্দের জন্য চাহিদা পাঠানো হয়। চলতি ২০২৩-২৪ অর্থবছরে কাবিখা কর্মসূচির আওতায় ১ কোটি ১০ দশ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দের বিপরীতে উপজেলা প্রশাসনের কঠোর তদারকিতে প্রতিটি রাস্তাঘাট মেরামত ও পুনঃনির্মাণ করা হয়েছে। প্রত্যন্ত এলাকায় গ্রামীণ জনপদের হাজারও মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হয়েছে।

এ ব্যাপারে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম জানান, ফাঁসিয়াখালী ইউনিয়নের কয়েকটি রাস্তার সংস্কার কাজ প্রায় সম্পন্ন হয়েছে। রাস্তাগুলো বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল।

চলতি অর্থবছরে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ পেয়ে রাস্তার মেরামত ও গাইডওয়ালের কাজ দ্রুত সম্পন্ন হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সোলজার’র প্রথম ঝলকে কী বার্তা দিলেন শাকিব খান?

কালবেলায় সংবাদ প্রকাশ / ক্যানসার আক্রান্ত সেই রাশিদার চিকিৎসার দায়িত্ব নিল খুলনা মেডিকেল

টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে ডিসি সারোয়ারের হুঁশিয়ারি

আবরার ফাহাদ স্মরণে ৮ স্তম্ভ নির্মাণ, ব্যয় কত

মুক্তি পেলেন ইসরায়েলে আটক পাকিস্তানের জামায়াত নেতা

মেয়াদোত্তীর্ণ পাসপোর্টে হজযাত্রী নিবন্ধনের বিষয়ে যা জানা গেল

তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নেতৃত্ব দেবেন : এম এ মালিক

এক দিনের ব্যবধানে আরও বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ সফরের জন্য আইরিশদের দল ঘোষণা

এবার আরেক অপ্রতিরোধ্য সক্ষমতা অর্জনের পথে পাকিস্তান

১০

কুমিল্লায় গৃহবধূকে ধর্ষণ, ২ যুবক গ্রেপ্তার

১১

মেঘনায় অভিযানিক দল ও জেলেদের সংঘর্ষ

১২

হংকংয়ের বিপক্ষে জয় নিয়ে আশাবাদী হামজা

১৩

যে ৬ সমস্যায় কখনোই এআইয়ের পরামর্শ নেওয়া যাবে না

১৪

গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

১৫

চাঁদাবাজদের উপযুক্ত জবাব দেওয়া হবে : কফিল উদ্দিন

১৬

ডাকসুর জিএস ফরহাদ হোসেনকে রাঙামাটিতে সংবর্ধনা

১৭

পুলিশ সদস্যদের হামলা ও অপদস্তের প্রতিবাদ দুই সংগঠনের 

১৮

ফুটপাতে পাওয়া সেই নবজাতককে নিতে চান ২৩ দম্পতি

১৯

আগামী বছর থেকে ফুটবল ক্যালেন্ডারে আসছে বড় পরিবর্তন

২০
X