ময়মনসিংহের ত্রিশালে বিলবোর্ড টানাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে পৌর শহরের পোড়াবাড়ী রোডে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ত্রিশাল পৌর শহরের দরিরামপুর বড়কুমা এলাকার সুমন মিয়া (৩০) ও অপরজন উপজেলার বইলর ইউনিয়নের বাঁশকুড়ি গ্রামের নুর মোহাম্মদ (২৩)।
ত্রিশাল থানার ওসি তদন্ত চাঁদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিন তলা ভবনের ছাদে একটি বিলবোর্ড টনাতে গিয়ে রশি ছিড়ে দুই শ্রমিক বিদ্যুতের হাইভোল্টেজ লাইনে জড়িয়ে মাটিতে পড়ে যান।
তাদের আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, এ ঘটনায় ত্রিশাল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহতের পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন